চুক্তিভিত্তিক বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি, বিক্ষোভ প্রদর্শন জলঙ্গীতে

0
86

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ঠিকাকর্মী ঐক্য মঞ্চ ২ ও ৩ ই ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিলেন গোটা রাজ্য জুড়ে। কয়েক দফা দাবি নিয়ে গোটা রাজ্যের সাথে সাথে জলঙ্গী ব্লক বিদ্যুৎ অফিসের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বেশ কিছু বিদ্যুৎকর্মী ।

Work strike | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

এদিন এক ঠিকা বিদ্যুৎ কর্মী তাদের দাবি তুলে ধরে বলেন যে, “আমাদের কে সরকারি নিয়ম অনুসারে ৬০ বছরের গ্যারেন্টি দিতে হবে,সমকাজ সমবেতন দিতে হবে,সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় অনুসারে বেতন দিতে হবে।

বর্তমানে যে বেতন আমরা পাই তাতে করে নুন আনতে পান্তা ফুরায়, এই ভাবে আমাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। তাই সরকার ও বিদ্যুৎ বন্টনকারী সংস্থার কাছে বিশেষ ভাবে আবেদন যে আমাদের যেন বেতন বাড়ানো হয়।”

আরও পড়ুনঃ সোনার গহনা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে নজির গড়লেন রঘুনাথগঞ্জের রাজমিস্ত্রী

এই কর্মসূচির কারণে বেশ কিছুক্ষণ বিদ্যুৎ অফিসের কাজ বন্ধ থাকার ফলে জলঙ্গী থানার ওসি উৎপল কুমার দাস এসে পরিস্থিতি স্বাভাবিক করেন ।

যদিও আবার আগামীকাল একই কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয় ।এমনকি যদি দাবি না মানা হয় তাহলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামার বার্তা দেন বিদ্যুৎকর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here