শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
ঠিকাদারদের কাজের বকেয়া বিল প্রদানের দাবি জানিয়ে মঙ্গলবার বিডিও-র কাছে ডেপুটেশন দিল হরিরামপুর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। কিন্তু এদিন বিডিও-র কাছে ডেপুটেশন দিতে এসে হরিরামপুর ব্লকের বিডিওকে অফিসে না পেয়ে বিডিও অফিস চত্বরেই অবস্থান বিক্ষোভ শুরু করে হরিরামপুর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা।
হরিরামপুর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অভিযোগ পূর্বে কন্ট্রাক্টররা তাদের কাজের বকেয়া বিল প্রদানের জন্য একাধিকবার বিডিওকে বিষয়টি জানালেও আধিকারিকরা তাতে কর্ণপাত করেননি। হরিরামপুর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের আরও অভিযোগ প্রতিবারই কাজের আগে আধিকারিকরা তাদেরকে বলে পর্যাপ্ত ফান্ড রয়েছে কিন্তু কাজ শেষ হতেই বলে ফান্ডের টাকা নবান্নে ফেরত চলে গিয়েছে।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ব্রিজ ভেঙে নয়ানজুলিতে পড়ল বাস
হরিরামপুর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ঠিকাদার বিমল সরকার বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে শুরু করে অনগ্রসর কল্যাণ দফতরের কাজের মতো একাধিক দফতরের কাজের প্রায় ৩-৪ কোটি টাকা বিল বাকি রয়েছে।
এদিন হরিরামপুর ব্লকের বিডিও ডেপুটেশনের সময় অনুপস্থিত থাকায় হরিরামপুর ব্লকের জয়েন্ট বিডিও তাপস ঘোষ ডেপুটেশন গ্রহণ করেন। হরিরামপুর ব্লকের জয়েন্ট বিডিও তাপস ঘোষ জানিয়েছেন তিনি বিডিও-র সাথে ফোনে কথা বলেছেন এবং বিডিও তাকে জানিয়েছেন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের দাবিপত্র গ্রহণ করতে এবং পরে তিনি অফিসে এসে বিষয়টি দেখবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584