মনিরুল হক, কোচবিহারঃ
প্রায় ৪৫ কোটি টাকার বকেয়া মেটানোর দাবি জানিয়ে টানা এক সপ্তাহ ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ঠিকাদাররা। কোচবিহারের বড় দেবীবাড়ি এলাকায় সেচ দফতরের সামনে ওই অবস্থান বিক্ষোভ চলছে।
কিন্তু ১৪ ডিসেম্বর থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরেও সেচ দফতরের নির্বাহী বাস্তুকার সহ কোন আধিকারিকরাই কোন ধরণের পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
এদিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, প্রায় ৪৫ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। এই টাকার জন্য নানা ভাবে আবেদন নিবেদন করার পরেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হন ঠিকাদাররা।
আরও পড়ুনঃ রামনগরে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তাঁদের আরও দাবি, এই বকেয়া না মিটলে বর্ষার আগে বন্যা ও ভাঙন রোধে জেলা জুড়ে যে কাজ করতে হয়, সেটাও করা সম্ভব হবে না। ফলে আগামী বর্ষায় বন্যা ও ভাঙন সমস্যা মারাত্মক ভাবে দেখা দেবে।
সেচ দফতরের কোচবিহারে নির্বাহী বাস্তুকার বলেন, “ ঠিকাদারদের একটি বকেয়া রয়েছে। সেই কারণে তাঁদের আন্দোলন চলছে। তাঁদের এই আন্দোলনের কথা উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584