নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ভারতীয় সেনা বাহিনীতে নিয়োগের নতুন প্রকল্প ‘অগ্নিপথ’, ঘোষণা কেন্দ্রের। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, কেন্দ্রীয় নিরাপত্তা বিষয়ক কমিটি ছাড়পত্র দিয়েছে এই নতুন প্রকল্পের। এই প্রকল্পে যাঁদের নিয়োগ করা হবে তাঁদের বলা হবে ‘অগ্নিবীর’।
ভারতীয় সেনার মতই শারীরিক ক্ষমতা ও মেধা দুইই যাচাই করা হবে ‘অগ্নিবীর’ দের নিয়োগের ক্ষেত্রে। অগ্নিপথ বাহিনীর ইউনিফর্ম হবে সেনা বাহিনীর মতই তবে ব্যাজ থাকবে ভিন্ন ধরণের। নিয়োগের সময় অগ্নিবীরদের বয়স হতে হবে ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে। ৪ বছরের চুক্তিতে তাঁদের নিয়োগ করা হবে। প্রথম ৬ মাস থাকবে প্রশিক্ষণ পর্ব।
https://twitter.com/rajnathsingh/status/1536640278697652225?s=20&t=5hthGFIAvIzK4Q1ZACwHJg
প্রথম বছরে ৪ লক্ষ ৭৬ হাজার টাকার প্যাকেজ দেওয়া হবে তাঁদের। চতুর্থ বছরে তা বেড়ে হবে ৬ লক্ষ ৯২ হাজার টাকার প্যাকেজ। অবসরের সময় পাবেন ১১ থেকে ১২ লক্ষ টাকা। অগ্নিবীরদের এক চতুর্থাংশ সুযোগ পাবেন সেনা বাহিনীতে। বাকিরা ‘সেবা নিধি’ প্রকল্পে অবসর নেবেন। এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584