অসমে আগামী ৬ মাসের জন্য ফের বলবৎ বিতর্কিত আইন ‘আফস্পা’

0
61

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

অসমে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতার বিতর্কিত আইন AFSPA -র মেয়াদ আগামী ৬ মাসের জন্য বাড়ালো হিমন্ত বিশ্ব শর্মা সরকার, কার্যকর হল ২৮ ফেব্রুয়ারি থেকে। এই বিশেষ আইনের বলে সশস্ত্র বাহিনী কোন ওয়ারেন্ট ছাড়াই যেকোন জায়গায় সার্চ অপারেশন চালাতে পারে, গুলি চালাতে পারে বা যে কোন ব্যক্তিকে নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তারও করতে পারে।

Himant Biswa Sharma
ছবি: টুইটার

এই বিষয়ে অসম সরকার মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,”গত ৬ মাসে অসমের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে রাজ্য সরকার সমগ্র রাজ্যকেই উপদ্রুত এলাকা বলে ঘোষণা করছে। যা ২৮.০২.২০২২ থেকে আগামী ৬ মাস কার্যকর থাকবে যদি না সরকার এই ঘোষণা নির্দিষ্ট সময়ের আগে প্রত্যাহার করে নেয়।“ উল্লেখ্য, অসমে ১৯৯০ সালে AFSPA জারি করা হয়। এর পর থেকে প্রতি ৬ মাস অন্তর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে ফের ৬ মাসের জন্য মেয়াদ বাড়ানো হয় এই বিতর্কিত আইনের।

বিভিন্ন মানবাধিকার সংগঠন উত্তর -পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে এই বিতর্কিত আফস্পা প্রত্যাহার করার দাবিতে সোচ্চার হয়েছে দীর্ঘদিন। তাঁদের দাবি এই ভয়ঙ্কর আইনে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার।

আরও পড়ুনঃ “সেনাদের ব্যারাকে ফিরতে হবে”, রাশিয়াকে কড়া বার্তা রাষ্ট্রসংঘের ১১ তম জরুরী অধিবেশনে

এমনকি অসমের মুখ্যমন্ত্রী গত ১ জানুয়ারি বলেন যে, ৫/৬ টি জেলা ছাড়া অসমের বাকি জেলা গুলি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবার আফস্পা ফের নবীকরণের সময় রাজ্য সরকার কিছু বাস্তববাদী সিদ্ধান্ত নেবে, অসমবাসীর জন্য আশার আলো দেখাবে ২০২২ সাল। আফস্পা সংক্রান্ত কিছু ভালো সময় আসতে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত কোন পরিবর্তন দেখা গেলো না আফস্পা আগের মতই জারি রইলো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here