মনিরুল হক, কোচবিহারঃ-
বিতর্কের মধ্যেই ফের মাথাভাঙা ১ নম্বর ব্লকের কুর্শামারী গ্রাম পঞ্চায়েতে প্রধান পদের দায়িত্ব নিলেন তৃণমূল কংগ্রেসের জুলজালাল মিয়াঁ। শুক্রবার তিনি গ্রাম পঞ্চায়েত দফতরে গিয়ে ওই দায়িত্ব নেন। পরে জানান প্রশাসনের নির্দেশে তিনি ফের প্রধান পদের দায়িত্ব নিয়েছেন। যদিও ওই গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্যরা জুলজালাল মিয়াঁর প্রধান পদে বসাকে বেআইনি বলে আখ্যা দিয়েছেন।
নির্দল পঞ্চায়েত সদস্য মজিবর রহমান বলেন, “বোর্ড গঠন নিয়ে হাইকোর্টে একটি মামলা চলছে। এই মামলায় এখনো চুড়ান্ত রায় বের হয় নি। কিন্তু প্রশাসনের একাংশ জোর করে জুলজুলাল মিয়াঁকে এদিন প্রধান করল। এটা পুরোপুরি বেআইনি।”
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা ১ নম্বর ব্লক সভাপতি মজিরুল হোসেন বলেন, “ ব্লক প্রশাসন দায়িত্ব নেওয়ার পরেই জুলজুলাল মিয়াঁ প্রধান পদে বসেছেন। কোর্টের রায়ে কোন নির্দেশ না থাকলে ব্লক প্রশাসন দায়িত্ব নেওয়ার জন্য বলত না।” যদিও মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিডিও এব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হন নি।
কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ৫ টি করে পেয়েছে। বাকি ৩ টি আসনের দখল নিয়েছে নির্দল সদস্যরা। ১৩ সেপ্টেম্বর বোর্ড গঠনের দিন তৃণমূল কংগ্রেস ও নির্দল সদস্যদের মধ্যে ব্যাপক গণ্ডগোলের সৃষ্টি হয়। নির্দল সদস্যদের অভিযোগ ছিল, বোর্ড গঠন প্রক্রিয়ার বৈঠকে তাদের ঢুকতে না দিয়ে প্রধান গঠন করার চক্রান্ত হয়েছিল। তাই তাঁরা প্রতিবাদ করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের পাল্টা অভিযোগ বোর্ড গঠন প্রক্রিয়ায় হেরে গিয়ে নির্দল সদস্যরা সমস্ত কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয়। এরপরেই ওই বোর্ড গঠন নিয়ে হাইকোর্টে একটি মামলা করা হয় বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584