করোনাজয়ী হলেই মিলবে চাকরি! স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

0
78

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

চাকরি করতে গেলে করোনা জয়ী হতে হবে। সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে এরকম শর্ত দেখে জোর চর্চা শুরু হয়েছে ৷ বিজ্ঞপ্তিতে অন্যান্য যোগ্যতার সঙ্গে উল্লেখ রয়েছে, প্রার্থীর করোনা হয়েছে এমন নথি জমা করতে হবে। অর্থাৎ করোনা হলে তবেই মিলবে কলকাতা ট্রপিক্যাল মেডিসিনে ডেটা কালেক্টরের চাকরি।

school of tropical medicine | newsfront.co
নিজস্ব চিত্র

যে বিজ্ঞপ্তি নিয়ে কপাল কুঁচকে উঠছে চাকরি প্রার্থীদের। তিনটে পদে নিয়োগ করা হবে। মাসিক বেতন ১৫,০০০ টাকা। উচ্চমাধ্যমিক পাস সঙ্গে কম্পিউন্টারের বেসিক সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। এরসঙ্গে করোনা জয়ীও হতে হবে। পূর্বে কেন করোনায় আক্রান্ত হতে হবে প্রার্থীকে? সে বিষয়ে প্রশ্ন করলে কর্তৃপক্ষ জানায়, মূলত করোনা ওয়ার্ডে কাজ করতে হবে এই ধরণের কর্মীকে ।

আরও পড়ুনঃ নতুন বছরে উপহার ! ট্রামে মিলবে ফ্রি ওয়াই-ফাই

তাই করোনা হয়ে গেলে তাঁর শরীরে অ্যান্টিবডি থাকবে। আক্রান্ত হওয়ার ভয় কম থাকবে। কিন্তু একাংশের মতে করোনা হলে আবারও করোনা হওয়ার আশঙ্কা থাকে। তাই বিজ্ঞপ্তির সঙ্গে এই যুক্তির কোনও ভিত্তি নেই।প্রসঙ্গত, এই চাকরির জন্য অন্যান্য যোগ্যতা হল কম্পিউটারে ডিপ্লোমা, এক্সেলে কাজ করার অভিজ্ঞতা, কাজের সূত্রে ইংরেজিতে কথোপকথনে পারদর্শী হতে হবে।

আরও পড়ুনঃ সোমেন মিত্রের জন্মদিনে বাড়িতে এলেন শুভেন্দু ,জল্পনা তুঙ্গে

এই চাকরি কনট্র্যাকচুয়াল। বয়স সীমা ৪০ বছর।আবেদন করার পদ্ধতি- উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কম্পিউন্টারের সার্টিফিকেট, ফোন নম্বর, মেইল আইডি সহ সিভি জমা করতে হবে ট্রপিক্যাল মেডিসিনে রাখা ড্রপ বক্সে। সিভি দেখে বাছাই করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here