নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
তুলে দেওয়া হোক থানা! হ্যাঁ, করোনা পরিস্থিতির মধ্যে থানা তুলে দেওয়ার এইরকম অদ্ভূত আর্জি জমা পড়েছে কলকাতা হাইকোর্টে। বিতর্কের কেন্দ্রে কলকাতার গড়ফা থানা। না, কোনো আইনি বিতর্ক বা পুলিশের অতিসক্রিয়তার কারণে এমন আর্জি নয়। আবার রাজ চালাতে কোনো দুষ্কৃতীও এমন দাবি তুলেছে সেটাও নয়।
তাহলে হাইকোর্টে হঠাৎ এইধরণের আর্জি কেন করা হল? কারণ, কোভিড-১৯। এই মারণ ভাইরাসের দাপটে থানার অনেকেই নাকি আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় থানা রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে একেবারে হাইকোর্টে জনস্বার্থ মামলা ঠোকা হয়েছে।
আরও পড়ুনঃ জনবসতিপূর্ণ এলাকায় পাশাপাশি দেওয়ালে পাঁচিলহীন করোনা হাসপাতাল
মামলা যখন উঠেছে, তখন এ নিয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছিলেন প্রধান বিচারপতি থোট্টাথিল বি রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তাতে সরকারের তরফে হলফনামা নিয়ে বলা হয়েছে, ওই থানার যে পুলিশকর্মীরা আক্রান্ত হয়েছিলেন, তাঁরা সকলেই এখন সুস্থ। হাসপাতাল থেকে ছুটিও পেয়ে গিয়েছেন সবাই।
আরও পড়ুনঃ ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারাপীঠ
ভবিষ্যতে যদি কেউ আক্রান্ত হন, সেক্ষেত্রে জরুরি ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নেবে সরকার। এরপর বেঞ্চ মামলার নিষ্পত্তি করতে গিয়ে বলে, করোনা পরিস্থিতি মোকাবিলা করার মূল দায়িত্ব প্রশাসনের। তবে সাধারণ মানুষকেও সচেতনতার পরিচয় দিতে হবে। আর থানা তোলার তো কোনো প্রশ্নই ওঠে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584