কলকাতার কেন্দ্রীয় প্রতিষ্ঠানে হিন্দি ভাষা ব্যবহারের নির্দেশ ঘিরে তুমুল বিতর্ক

0
81

শুভশ্রী মৈত্র, কলকাতাঃ

খাস কলকাতা শহরে হিন্দি আগ্রাসনের চিত্র! কলকাতার কেন্দ্রীয় প্রতিষ্ঠানে হিন্দি ভাষা ব্যবহারের নির্দেশ ঘিরে তুমুল বিতর্ক। কলকাতার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, প্রতিষ্ঠানের সমস্ত চিঠি লিখতে হবে হিন্দিতে,অফিসের কাজকর্ম থেকে ফাইলে সই করতে হবে হিন্দিতে।

IACS | newsfront.co
ছবিঃ টুইটার

দীর্ঘদিনের হিন্দি আগ্রাসনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাংলায় ভোটের মুখে আরও একবার সেই অভিযোগ উঠে এল কেন্দ্রের বিরুদ্ধে। কলকাতার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে কেন্দ্রের তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, দৈনন্দিন প্রাতিষ্ঠানিক কাজে হিন্দি ভাষার ব্যবহারকে দিতে হবে অগ্রাধিকার। বাংলায় ভোটের ঠিক আগে কেন্দ্রের এই নির্দেশিকা ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

গত ১৯ মার্চ কেন্দ্রের তরফে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, প্রতিষ্ঠানের সমস্ত চিঠি লিখতে হবে হিন্দিতে, অফিসের কাজকর্ম থেকে ফাইলে সই সবই করতে হবে হিন্দিতে।

উল্টে, ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সকে চিঠি দিয়ে কেন্দ্র জানতে চেয়েছে যে কেন কলকাতার এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানে হিন্দি ব্যবহার করা হচ্ছে না! এর পরেই কেন্দ্রের নির্দেশ মেনে হিন্দি মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাজকর্ম চালানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের অন্দরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রতিষ্ঠানের যাবতীয় চিঠিপত্রের ৫৫ শতাংশ লিখতে হবে হিন্দিতে। হিন্দিতে লেখা কোনও চিঠি পেলে, তার উত্তর হিন্দিতেই দিতে হবে। ফাইলপত্রে নোটের ৩৩ শতাংশ করতে হবে হিন্দিতে।প্রতিষ্ঠানের সমস্ত ফাইলের নাম রাখতে হবে হিন্দি এবং ইংরেজিতে। তবে উল্লেখ্য, সে নাম প্রথমে থাকবে হিন্দিতে, তারপরে ইংরেজিতে।

সার্ভিস বুকে যাবতীয় এন্ট্রির পুরোটাই হবে হিন্দিতে। প্রতিষ্ঠানের সমস্ত কাজকর্মে সইসাবুদ হিন্দিতেই করতে হবে। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ এ বিষয়ে আগামী মাসের ৫ তারিখের মধ্যে এবং প্রতি অর্থবর্ষের শেষে হিন্দি সেল-কে রিপোর্ট দেবে।

আরও পড়ুনঃ  ভোটাধিকারের দাবিতে পথে নামলেন কলকাতার যৌনকর্মীদের সংগঠন ‘দুর্বার’

সর্বোপরি, গোটা বিষয়টির ওপর প্রত্যক্ষ নজরদারি চালানোর জন্য, একজন হিন্দি বিষয়ক আধিকারিক নিয়োগ করা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here