পুলিশ দিবসেও অব্যাহত রাজ্যপাল-নবান্ন দ্বৈরথ, বিতর্কিত টুইট রাজ্যপালের

0
55

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যপাল-নবান্ন সংঘাত অব্যাহত রইল ‘পুলিশ দিবস’-এও। টুইট করে পুলিশ দিবসের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে সরাসরি নাম না করেও রাজ্য পুলিশকে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যপাল জগদীপ ধনখড়।

Mamata Banerjee Jagdeep Dhankhar
মমতা বন্দ্যোপাধ্যায়-জগদীপ ধনখড়

এদিন টুইট করে রাজ্যপাল লিখেছেন, ‘আশা করি, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করবে। মানবাধিকার যোদ্ধার কাজ করবে। পুলিশের রাজনীতিকরণ হলে তা গনতন্ত্রের পক্ষে হানিকর।‘ উল্লেখ্য, প্রায় একই ভাষায় পুলিশকে নিশানা করেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন,’ পুলিশে যোগ দেওয়ার সময় যে শপথবাক্য পাঠ করেছিলেন তা ভুলে যাবেন না। সেই অনুযায়ী কাজ করুন।‘

পুলিশকে যখন নিশানা করছেন রাজ্যপাল, তখন পানাগড়ের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপালের টুইটের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পুলিশকে কুর্নিশ। অনেকেই দেখলাম টুইটে ব্যঙ্গ করছে। তাঁদের বলব, হাজারটা কাজ করলে দু’একটা ভুলভ্রান্তি হতেই পারে।

আরও পড়ুনঃ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে মনোজ মালব্য

রাজ্যপালের এই মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন, রাজ্যপাল যা বলেছেন সেখানে যদি পুলিশের পাশাপাশি সিবিআই, ইডি সম্পর্কেও একই কথা বলেন তাহলে কিছু বলার নেই। কুণাল ঘোষের মন্তব্য, ‘ওনাকে পরামর্শ দেব টুইটটি এডিট করার, তাহলেই ওনার নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here