মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর পোস্টারে বাদ জহওরলাল নেহেরু, বিতর্কিত কেন্দ্রের সিদ্ধান্ত। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্র। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল ফর হিস্টোরিক্যাল রিসার্চ-এর ওয়েবসাইটে এই অনুষ্ঠানের পোস্টার প্রকাশিত হয়। যে পোস্টারে মহত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগত সিংদের পাশাপাশি রয়েছে বিনায়ক দামোদর সাভারকরের ছবি।
সেই পোস্টারেই বাদ স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনা নায়ক জওহরলাল নেহেরুর ছবি। বিষয়টি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন শশী থারুর, গৌরব গগৈ, টি এস সিং দেওরা সহ আরও অনেকে।
It is not merely petty but absolutely ahistorical to celebrate Azadi by omitting the pre-eminent voice of Indian freedom, Jawaharlal Nehru. One more occasion for ICHR to disgrace itself. This is becoming a habit! pic.twitter.com/wZzKCvYEcD
— Shashi Tharoor (@ShashiTharoor) August 27, 2021
শশী থারুর বক্তব্য, যেখানে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে এবং পোস্টারে স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে সেখানে নেহেরুর ছবি বাদ দেওয়ার মতো ঘটনা শুধু দুঃখজনক নয় ইতিহাসের বিকৃতিও বটে। গৌরব গগৈ বলেন, “আর কোনও দেশ কি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে দেশের প্রথম নেতাকে সরিয়েছে? আইসিএইচআর যেভাবে পোস্টার থেকে নেহেরু এবং আবুল কালাম আজাদের ছবি সরিয়েছে, তা অত্যন্ত অন্যায় এবং নিন্দনীয়। এটা ভারতের লজ্জা।”
Which other country would remove their first head of state from a website about the freedom struggle? ICHR’s removal of Pandit Jawaharlal Nehru and Abul Kalam Azad is petty and an injustice. India will not forget that the RSS chose to stay away from the Indian freedom movement.
— Gaurav Gogoi (@GauravGogoiAsm) August 28, 2021
পড়ুনঃ রাজ্যে ফের করোনা বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি, ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খুলছে কোচিং সেন্টার
দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে গত সাত বছরে কম দোষারোপ করেননি বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং নেহেরুকে একাধিক ইস্যুতে কাঠগড়ায় তুলেছেন। এবার কেন্দ্রের অনুষ্ঠানে নেহেরুকে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকেই বাদ দিয়ে দেওয়ায় বিতর্কে জড়াল বিজেপি।
You can never look big if you diminish the role of others in the creation of an Independent India. Azaadi ka Amrit Mahotsav can only be celebrated when it acknowledges role of all. By omitting India’s first PM, ICHR reflects its own pettiness& insecurity. pic.twitter.com/XQGmPYVOjQ
— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) August 28, 2021
আরও পড়ুনঃ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বক্তব্যে পাওয়া গেল ‘রাজনীতির শিক্ষক’ মমতাকে
রাজনৈতিকভাবে জওহরলাল নেহেরুর প্রতি প্রধানমন্ত্রী যে তেমন শ্রদ্ধাশীল নন, তা একাধিকবার তাঁর বক্তব্যেই সেটা বোঝা গিয়েছে।এবার ইন্ডিয়ান কাউন্সিল ফর হিস্টোরিক্যাল রিসার্চ-এর ওয়েবসাইটে প্রকাশিত পোস্টারে তা আবারও স্পষ্ট হয়ে গেল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584