‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর পোস্টারে বাদ নেহেরু, বিতর্কিত কেন্দ্রের সিদ্ধান্ত

0
136

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর পোস্টারে বাদ জহওরলাল নেহেরু, বিতর্কিত কেন্দ্রের সিদ্ধান্ত। ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে কেন্দ্র। সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল ফর হিস্টোরিক্যাল রিসার্চ-এর ওয়েবসাইটে এই অনুষ্ঠানের পোস্টার প্রকাশিত হয়। যে পোস্টারে মহত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগত সিংদের পাশাপাশি রয়েছে বিনায়ক দামোদর সাভারকরের ছবি।

Azaadi ka Amrit Mahotsav
সৌজন্যেঃ টাইমস অফ ইন্ডিয়া

সেই পোস্টারেই বাদ স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনা নায়ক জওহরলাল নেহেরুর ছবি। বিষয়টি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন শশী থারুর, গৌরব গগৈ, টি এস সিং দেওরা সহ আরও অনেকে।

শশী থারুর বক্তব্য, যেখানে ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে এবং পোস্টারে স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে সেখানে নেহেরুর ছবি বাদ দেওয়ার মতো ঘটনা শুধু দুঃখজনক নয় ইতিহাসের বিকৃতিও বটে। গৌরব গগৈ বলেন, “আর কোনও দেশ কি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে দেশের প্রথম নেতাকে সরিয়েছে? আইসিএইচআর যেভাবে পোস্টার থেকে নেহেরু এবং আবুল কালাম আজাদের ছবি সরিয়েছে, তা অত্যন্ত অন্যায় এবং নিন্দনীয়। এটা ভারতের লজ্জা।”

পড়ুনঃ রাজ্যে ফের করোনা বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি, ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খুলছে কোচিং সেন্টার

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে গত সাত বছরে কম দোষারোপ করেননি বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং নেহেরুকে একাধিক ইস্যুতে কাঠগড়ায় তুলেছেন। এবার কেন্দ্রের অনুষ্ঠানে নেহেরুকে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকেই বাদ দিয়ে দেওয়ায় বিতর্কে জড়াল বিজেপি।

আরও পড়ুনঃ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বক্তব্যে পাওয়া গেল ‘রাজনীতির শিক্ষক’ মমতাকে

রাজনৈতিকভাবে জওহরলাল নেহেরুর প্রতি প্রধানমন্ত্রী যে তেমন শ্রদ্ধাশীল নন, তা একাধিকবার তাঁর বক্তব্যেই সেটা বোঝা গিয়েছে।এবার ইন্ডিয়ান কাউন্সিল ফর হিস্টোরিক্যাল রিসার্চ-এর ওয়েবসাইটে প্রকাশিত পোস্টারে তা আবারও স্পষ্ট হয়ে গেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here