স্পোর্টস ডেস্কঃ
আইপিএল ২০১৯এর চতুর্থ ম্যাচে জস বাটলারের মানকাডিং আউট নিয়ে বিতর্ক তুঙ্গে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুর্দান্তভাবেই এগোচ্ছিল রাজস্থান রয়্যালস। অসাধারণ ব্যাট করছিলেন জস বাটলার। প্রথমে অজিঙ্কা রাহানের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ার পর সঞ্জু স্যামসনকে নিয়েও যখন ৩০ রানের জুটি বেঁধে ফেলেছেন এবং ব্যক্তিগত ৬৯ রানে অপরাজিত আছেন, ঠিক তখনই বিতর্কে সূত্রপাত। ১২.৫ ওভারে রাজস্থান রয়ালসের স্কোর তখন ১ উইকেটে ১০৮। বল করছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিন, ব্যাট করছিলেন সঞ্জু স্যমসন। ওভারের পঞ্চম বল করার সময় দেখা যায় অশ্বিন ব্যাটসম্যান সঞ্জু স্যমসনেকে বল না করে রানার আপ থামিয়ে নন স্ট্রাইকিং প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেন ও নন স্ট্রাইকিং প্রান্তে থাকা জস বাটলারের আউটের আবেদন করেন। বিষয়টি নিয়ে প্রথম আম্পায়ার অস্বস্তিতে পড়ে যান। তিনি শরণাপন্ন হন থার্ড আম্পায়ারের। থার্ড অ্যাম্পিয়ার বাটলারকে রান আউট ঘোষণা করেন। শেষ পর্যন্ত ১৪ রানে ম্যাচ হেরে যায় রাজস্থান রয়্যালস।এই রান আউটেই নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে।
What the !!! I doubt if this can be given out even by the rule book 🤔
The way I see it he was not stepping out too much!!! Batsman looks "in" when the bowler was in his release stride! Hayden said it right & the game changed there !!! Not fair even by school standards ! #Mankad pic.twitter.com/Aq2VMwVyz1— T R B Rajaa (@TRBRajaa) March 25, 2019
এই বিতর্ক নিয়ে ক্রিকেট বিশ্ব দ্বিধা-বিভক্ত হলেও বেশিরভাগ প্রাক্তন ক্রিকেটার অশ্বিনের এই রান আউটের আবেদনকে অক্রিকেটোচিত বলেই মন্তব্য করেছেন। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিস বলেন যে এটা টিভি আম্পায়ারের আউট দেয়া উচিত হয়নি। ডেল স্টেইন এই বলে মন্তব্য করেন যে এই আউট এর মাধ্যমে ক্রিকেটের স্পিরিট নষ্ট হল। শেন ওয়ার্ন মন্তব্য করেন যে ব্যক্তি হিসেবে অশ্বিনের কাছ থেকে এমন ব্যবহার খুবই দুঃখজনক, আম্পায়ারদের উচিত ছিল ডেড বল ঘোষণা করা।
আরও পড়ুনঃরাসেল ঝড়ে জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু কেকেআরের
এটা আগামী প্রজন্মের ক্রিকেটারদের কাছে ভয়ঙ্কর উদাহরণ হিসেবে থাকবে এবং এর জন্য অশ্বিনকে অনুশোচনা করতে হবে বলে মন্তব্য করেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584