মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
আমাদের জন্য প্রার্থনা করবেন, পাকিস্তানে যাওয়ার আগে এমনই টুইট করলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।আর এর ফলে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
এক দশক বাদে টেস্ট ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। যদিও এবার প্রাথমিক ভাবে টেস্ট খেলতে রাজি হয়নি বাংলাদেশ। প্রথমে রাজি না হলেও আইসিসির মধ্যস্থতায় টি২০, টেস্ট ও ওডিআই পাকিস্তানে খেলতে সম্মতি জানায় বাংলাদেশ।
Heading to Pakistan. Remember us in your prayers. #PAKvBAN pic.twitter.com/7l85XfFUWM
— Mustafizur Rahman (@Mustafiz90) January 22, 2020
নিরাপত্তা নিয়ে যদিও কোন ঝুঁকি নিচ্ছে না পাকিস্তান। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে অতিথিদের। তবে তাতেও নিরাপদ বোধ করছেন না বাংলাদেশের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর। বুধবার সন্ধ্যেবেলায় তাঁর এই টুইটের পরেই শোরগোল পড়ে যায় সর্বত্র। তবে নিরাপত্তার উদ্বেগের জন্য পাকিস্তানে যাননি দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার মুশফিকুর রহিম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584