জামবনিতে এসএফআইয়ের সম্মেলন

0
46

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

সীমান্ত লাগোয়া জামবনির কানিমহুলী হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে ৩য় ইউনিট সম্মেলন করল এসএফআই। এদিনের অনেক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে ১৫ জনের একটি কমিটি গঠিত হয়।

convention of SFI at Jambani | newsfront.co
নিজস্ব চিত্র

স্কুল ইউনিটের সম্পাদিকা মনিকা পাতর, সভাপতি উজ্জ্বল মাহাতো এবং মুখপত্র ছাত্রসংগ্রাম পত্রিকার আহ্বায়ক রূপকুমার মাহাতো দায়িত্ব পান। আজকের সম্মেলেন উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা কমিটির সহ-সভাপতি নিরুপম মহাপাত্র, জেলা সম্পাদক মন্ডলীর সদস্যা কাকলি মাহাতো ও জাম্বনী লোকাল কমিটির সম্পাদক সোমনাথ মাহাতো।

আরও পড়ুনঃ কাটোয়ায় সংহতি মঞ্চ সংস্কারের উদ্যোগ

ছাত্রনেতা নিরুপম বলেন,‘শিক্ষাক্ষেত্রে রাজ্য ও কেন্দ্র সরকারের লাগাম ছাড়া ফিজ্ বৃদ্ধি, জাত-ধর্মের হিংসার বিরুদ্ধে, স্কুল কলেজের পরিকাঠামোগত উন্নয়নের পক্ষে লড়াই জারি থাকবে।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here