সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের কোচবিহার জেলা যুব তৃণমূল সভাপতির

0
84

মনিরুল হক, কোচবিহারঃ

আজ সকালে তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এর কটাক্ষ বাক্যে ক্ষিপ্ত যুব তৃণমূল নেতা রাকেশ চৌধুরি সৌমিত্র খাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন। আজ সকালের চা চক্রে সৌমিত্র খাঁ অভিষেকের বিরুদ্ধে বেশ কিছু অপমান জনক কথা মিডিয়ার সামনে বলেন, যা ভীষণ ভাবে আঘাত করে তৃণমূল যুব কংগ্রেসের নেতাদের। যার ফলস্বরূপই তাদের এই পদক্ষেপ।

submit complain | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, গতকাল রাতে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ কোচবিহারে পৌঁছান। এরপর আজ সকালে তিনি প্রাতঃভ্রমণে বেড়িয়ে কিছু সংবাদ মাধ্যমের সম্মুখীন হন। এরপরই এক চা চক্র চলাকালীন সময়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একজন চোর, ডাকাত,কয়লা মাফিয়া বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘চাকরি দেব বলে অভিষেক বাবু ছেলেদের কাছ থেকে টাকা তুলেছে প্রতি এলাকায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন আমার বিরুদ্ধে কেস করতে আমি রাস্তায় বুঝে নেব।’

আরও পড়ুনঃ সুশৃঙ্খল আন্দোলনে পুলিশি মারধর মাদ্রাসা শিক্ষকদের

tmc president | newsfront.co
নিজস্ব চিত্র

আজ দুপুর নাগাদ সৌমিত্র খাঁ এর এইসব কুরুচিকর বাক্যে এবং কিছুদিন পূর্বে দিলীপ ঘোষের অভিষেককে কটাক্ষ করা অপমানজনক কথার বিরুদ্ধেই তৃণমূল যুব কংগ্রেসের নেতাদের তরফে যুব তৃণমূল নেতা রাকেশ চৌধুরি কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ তৃণমূল কংগ্রেসকে অথর্বের দল বলে কটাক্ষ দিলীপ ঘোষের

police station | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শুভেন্দু বাবু একজন ভাল নেতা, বিজেপিতে এলে ভালো হবে! হলদিয়াতে মন্তব্য ভারতী ঘোষের

যুব তৃণমূল নেতা বলেন, ‘আজ প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন সৌমিত্র খাঁ। সেই সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলে উল্লেখ করেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

রাকেশ আরও বলেন, ‘যেসব অসাংবিধানিক কথা বলেছেন তা আমরা মুখে বলতে চাই না। সৌমিত্র খাঁয়ের পাশাপাশি দিলীপ ঘোষও কুরুচিকর মন্তব্য করেছেন। ওনারা যখন এই ধরনের মন্তব্য করবেন আমরা তার প্রতিবাদ জানাব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here