নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
করোনার আবহের মাঝে জেলা জুড়ে নেই কোন উৎসবের আমেজ। তবে জেলার বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। কোচবিহার জেলাজুড়ে অনাড়ম্বর ভাবেই পালিত হল এই উৎসব। আবার কোথাও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো, কোথাওবা বিভিন্ন রাজনৈতিক দল গুলো রাস্তায় সাধারণ মানুষকে রাখি পরানোর সাথে সাথে মাস্ক ও স্যানিটাইজার বিলি করেন। কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকরের নির্দেশে জেলার বিভিন্ন থানায় পুলিশ কর্মীরা রাখি বন্ধনের বদলে মাস্ক বন্ধন উৎসব পালন করেন।
সোমবার কোচবিহার জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ হাসপাতালের সামনে দাঁড়িয়ে যে সমস্ত মানুষ রাস্তায় বেড়িয়ে মাস্ক পরেননি তাদেরকে মাস্ক পরান কোচবিহার পুলিশের ডিএসপি ট্রাফিক চন্দন দাস সহ বিভিন্ন পুলিশ কর্মীরা। এদিন ওই কর্মসূচিতে যে মাস্ক দেওয়া হয়েছে তাতে লেখা রয়েছে মাস্ক বন্ধন।
আরও পড়ুনঃ প্রকৃতি রক্ষার আহ্বানে গাছে রাখি বন্ধন
আরও পড়ুনঃ অন্যরকমভাবে রাখি বন্ধন উৎসব পালন মালদহে
এদিন এবিষয়ে কোচবিহার পুলিশের ডিএসপি ট্রাফিক চন্দন দাস বলেন, “আজ রাখি বন্ধন উৎসব। আজকের দিনে রাখির থেকে বেশি প্রাসঙ্গিক হল মাস্ক। আমরা মাস্ক পরবো, সামাজিক দূরত্ব বজায় রাখব এবং করোনাকে দূরে রাখব। সেটাকে মাথায় রেখে জেলার প্রতিটি থানায় মাস্ক বন্ধন পালন করা হচ্ছে। যারা মাস্কহীন তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে। এই বার্তাটা যেন সকলের কাছে ছড়িয়ে পড়ে সেই কারণেই আজকে এই মাস্ক বন্ধন পালন করা হচ্ছে।”
পাশাপাশি, দিনহাটা থানার পুলিশ আধিকারিকদের উদ্যোগে মাস্ক বন্ধন কর্মসূচি পালিত হয়। সোমবার দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তের উপস্থিতিতে মাস্ক না পরে বাইরে বের হওয়া বাসিন্দাদের মাস্ক পরিয়ে দেওয়া হয়। এদিন আইসি জানান, মাস্ক পরিয়ে সচেতনতার বন্ধনে আবদ্ধ করতেই এই উদ্যোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584