মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহারে নিয়ে আসা হল জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিষ্ণুব্রত বর্মনের নিথর দেহ। বৃহস্পতিবার প্রথমে কোচবিহারের দেবী বাড়ি সংলগ্ন তার নিজগৃহে বিষ্ণুব্রত বর্মনের মৃতদেহ শায়িত করা হয়। এরপরে কোচবিহারের দেবী বাড়ি সংলগ্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করে পাড়ার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এবং দলীয় নেতৃত্ব সেখানে প্রয়াত বিষ্ণুব্রত বাবুকে শেষ শ্রদ্ধা জানান।

এদিন দলের তরফে সেখানে উপস্থিত ছিলেন আলিপুর জেলার বিধায়ক সৌরভ চক্রবর্তী, কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এরপর সেখান থেকে বিষ্ণুব্রত বর্মনের মরদেহ নিয়ে যাওয়া হয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। সেখানে দলের পক্ষ থেকে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় সহ দলীয় নেতা কর্মীরা।
আরও পড়ুনঃ প্রয়াত কোচবিহার তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিষ্ণুব্রত
প্রসঙ্গত, গতকাল, বুধবার প্রয়াত হন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার প্রাক্তন সভাপতি বিষ্ণুব্রত বর্মন। মঙ্গলবার যুব সভাপতি অভিষেক ব্যানার্জীর উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয় বিষ্ণুব্রত বর্মনকে। এরপর বুধবার তার মৃত্যুর খবর মেলে। এই খবর জেলায় এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দলীয় নেতা কর্মীদের মধ্যে।
আরও পড়ুনঃ দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে হারালাম, সোমেন মিত্রের মৃত্যুতে শোকপ্রকাশ প্রণব মুখোপাধ্যায়ের
১০ই জুলাই থেকে জ্বর ও বুকের ব্যথা নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসক দ্বারা চিকিৎসাধীন ছিলেন বিষ্ণুব্রতবাবু। কিন্তু পরিস্থিতির অবনতি হলে গত ১৭ই জুলাই কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন শারীরিক পরীক্ষার সাথে সাথে তার কোভিড টেষ্টও করা হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে।
পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ২১ জুলাই শিলিগুড়িতে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। কিন্তু সেখানেও তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। গতকাল শেষনিঃশ্বাস ত্যাগ করেন বিষ্ণুব্রতবাবু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584