মনিরুল হক, কোচবিহারঃ
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের অধীনে থাকা অলিম্পিক পোডিয়াম স্কিম (টপস) থেকে বাদ পড়া স্বপ্না বর্মণের নাম যুক্ত করার জন্য ক্রীড়ামন্ত্রী কিরণ রিজুকে চিঠি পাঠালেন গ্রেটার নেতা বংশীবদন বর্মণ। আজ ওই চিঠি পাঠিয়ে তা সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে গ্রেটার নেতা বংশীবদন বর্মণ জানান, “রাজবংশী জাতির গর্ব স্বপ্না বর্মণকে যাতে টপস লিস্টে জায়গা দেন, তার জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজুকে চিঠি পাঠানো হল।”
এবছর টপসে তালিকায় ২৫৮ জন ক্রীড়াবিদের নাম প্রকাশ করা হয়। কিন্তু সেখানে জায়গা পাননি এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জয়ী উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মেয়ে স্বপ্না বর্মণ। এনিয়ে স্বপ্না বর্মণ নিজে কিছু না বললেও উত্তরবঙ্গ সহ গোটা বাংলার ক্রীড়া প্রেমী মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।
আরও পড়ুনঃ আইএসএল গোয়াতে নেই ইস্টবেঙ্গল, ইঙ্গিত নীতার
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেকেই সেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করে। তৈরি হওয়া তালিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় অনেককে। দাবি তোলা হয় স্বপ্না বর্মণকে টপসের তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। এব্যাপারে দায়িত্ব নেওয়ার জন্য উত্তরবঙ্গের দুই বিজেপি সাংসদকেও প্রকাশ্যে আবেদন জানানো হয়।
এদিন গ্রেটার কোচবিহারের নেতা বংশীবদন বর্মণ ওই দাবিকে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর কাছে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানান। এখন দেখার বিষয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বংশীবদন বর্মণ সহ উত্তরবঙ্গের ক্রীড়াপ্রেমীদের দাবিকে কতটা মান্যতা দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584