মনিরুল হক, কোচবিহারঃ
বহু প্রতীক্ষার পর জলের সমস্যা মিটতে চলেছে কোচবিহার পুরসভা এলাকার স্থানীয় বাসিন্দাদের। সোমবার কোচবিহার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস এলাকায় একটি পাম্প মেশিনের উদ্বোধন করলেন কোচবিহার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভূষণ সিং। এদিনের অনুষ্ঠানে ভূষণ সিং ছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অর্চনা ওঝা সহ আরও অনেকে।

এই পাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভূষণ সিং বলেন, “কোচবিহার পুরসভা এলাকা গুলিতে লোকের বসতি বৃদ্ধি পেয়েছে, সেই কারণে বিভিন্ন এলাকায় জলের একটা সমস্যা তৈরি হয়েছে।
আর যাতে মানুষকে জলের অভাবে ভুক্তে না হয় তাদের কথা মাথায় রেখে আমরা কিছু জলের পাম্প পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বসাচ্ছি। আজকে একটি পাম্পের শুভ সূচনা করা হল। এই পাম্পের জল প্রায় ৫০০ ফুট গভীর থেকে তোলা হবে। এর ফলে শুধুমাত্র ওই এলাকার নয় পার্শ্ববর্তী এলাকার মানুষও এই পাম্প হাউসের মাধ্যমে উপকৃত হবেন।”
আরও পড়ুনঃ সুন্দরবনকে রক্ষা করতে ৫ কোটি ম্যানগ্রোভ বৃক্ষরোপণের আশ্বাস বনমন্ত্রীর
পাশাপাশি ভূষণবাবু আরও বলেন, পুজাের আগেই কোচবিহার শহর জুড়ে এই ধরনের ১৭ টি পাম্প বসানো হবে। এক একটি পাম্প হাউস তৈরিতে ব্যয় হচ্ছে প্রায় ২৩ লক্ষ টাকা। এর ফলে শহরে পানীয় জলের সমস্যা কমে যাবে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ জঙ্গিপুর পুলিশ জেলায় সাইবার ক্রাইম সেলের উদ্বোধন
প্রসঙ্গত, কোচবিহার শহর জুড়ে পুরসভার অধীনে রয়েছে ২০টি ওয়ার্ড। সেই ২০টি ওয়ার্ডে দীর্ঘ কয়েক বছর ধরে রয়েছে জলের সমস্যা। এই সমস্যা নিয়ে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা নানা অভিযোগ করেছেন এমনকি পথ অবরোধও করেছে। রাজ আমলের যে পাইপ গুলি দিয়ে জল আসে সেগুলো কোনদিনই পুরসভার তরফ থেকে পরিষ্কার করা হয় না বলে অভিযোগ। পরিচর্যার অভাবে রাজমহলের সেই পাইপ গুলি নষ্ট হয়ে যাচ্ছে।
যদি পাইপ গুলি সঠিক সময়ে পরিচর্যা করা হত তাহলে জলের কোন সমস্যা শহরে হত না বলে জানা গিয়েছে। বহু বিক্ষোভ আন্দোলনের ফলে কোচবিহার পুরসভা জলের সমস্যা মেটাতে পুর এলাকায় মাটির নিচ দিয়ে নতুন জলের পাইপ লাইন বসানো হয়েছিল, সেগুলো ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে রয়েছে।
তারপরেই আজ সোমবার কোচবিহার শহরের ৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস এলাকায় একটি পাম্প মেশিনের উদ্বোধন করলেন কোচবিহার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভূষণ সিং। আজকের এই জলের পাম্প হাউসের উদ্বোধন হওয়ার পর এলাকার মানুষ অনেকটা খুশি বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584