বেসরকারি হাসপাতালের বিল নিয়ে কড়া অবস্থান, নজরদারিতে কো-অর্ডিনেটর নিয়োগ রাজ্যের

0
69

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল, কোভিড রোগীদের চিকিৎসায় মাত্রাতিরিক্ত বিল তৈরি করছে বেসরকারি হাসপাতালগুলি। এমনকি ২৫০ টাকার করোনা টেস্ট ৪৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালকে এই বিষয়ে সতর্ক করেছে রাজ্য প্রশাসন।

Treatment | newsfront.co
প্রতীকী চিত্র

কিন্তু তার পরেও কোথাও নিয়মের ব্যতিক্রম হচ্ছে কি না, তা দেখার জন্য এবার নিজস্ব পদ্ধতিতে নজরদারি শুরু করল কলকাতা পুরসভা। পুরসভার নজরদারিতে কোথাও ফের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থার সুপারিশ করবে কলকাতা পুরসভা।

কি ভাবে এই নজরদারি চালাবে পুরসভা?

জানা গিয়েছে, পুরসভার পক্ষ থেকে শহরের সব ওয়ার্ড কো অর্ডিনেটরের সঙ্গে বৈঠক করা হয়েছে। মূলত এই ওয়ার্ড কো অর্ডিনেটররা হলেন বরো চেয়াম্যান। তাঁদের সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণেই পুরসভার পক্ষ থেকে তাঁদের দায়িত্ব দেওয়া হয়, এই ধরনের কোনও অভিযোগ পেলে তা সরাসরি স্বাস্থ্যভবনে জানাতে। ওই কো-অর্ডিনেটররাই বিল পরীক্ষা করে এবং চিকিৎসার গাফিলতির তথ্য খতিয়ে দেখে স্বাস্থ্যভবনের রেগুলেটরি কমিটির কাছে শাস্তির জন্য পাঠাবেন। এরপর স্বাস্থ্যভবনই সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আরও বলা হয়েছে, কোনও রোগীর অন্য কোনও চিকিৎসা করাতে গিয়ে হাসপাতাল থেকেই শরীরে করোনা ভাইরাস প্রবেশ করলে তার দায়ও ওই চিকিৎসা প্রতিষ্ঠানেরই। অন্য অসুস্থতার সঙ্গে ওই রোগীর করোনা সংক্রান্ত চিকিৎসাও ওই হাসপাতালেরই বিনামূল্যে বা স্বল্পমূল্যে করা উচিত বলে দাবি পুরসভার।

আরও পড়ুনঃ বিপদের দিনে বন্ধু হয়ে অসহায় মানুষের পাশে

উল্লেখ্য, কিছুদিন আগেই নবান্নে শহরের সব বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব-সহ উচ্চপদস্থ কর্তারা। সেখানে করোনা চিকিৎসার খরচ নিয়ে বারংবার তাঁদের সাবধান করে দেওয়া হয়। এরপরেই শহর জুড়ে নজরদারির জন্য এই পদ্ধতি চালু করা হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here