ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
সিএএ ইস্যুতে রণক্ষেত্রের রূপ নিল উত্তর-পূর্ব দিল্লির ভোজপুর, মৌজপুর, জাফরাবাদ প্রমূখ এলাকা । পুলিশের দাবি সিএএ-বিরোধী ও সিএএ সমর্থনকারী দুই দলের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় এক পুলিশকর্মীর। রবিবারে ও সংঘর্ষের ঘটনা ঘটে।
दिल्ली पुलिस को तीन दिन का अल्टीमेटम – जाफराबाद और चांद बाग की सड़कें खाली करवाइए इसके बाद हमें मत समझाइयेगा , हम आपकी भी नहीं सुनेंगे, सिर्फ तीन दिन@DelhiPolice pic.twitter.com/9ozTazMZew
— Kapil Mishra (@KapilMishra_IND) February 23, 2020
শনিবার রাতেই উত্তর দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশন চত্বরে প্রায় কয়েকশো আন্দোলনকারী যার মধ্যে বেশির ভাগ মহিলা জমায়েত হয়। তারা নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি এর বিরোধিতার সঙ্গে সঙ্গে ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের আহ্বানে রবিবারের ‘ভারত বন্ধ’এর সমর্থনে আন্দোলন শুরু করে।
রবিবার বিকেলের দিকে বিজেপি নেতা কপিল মিশ্রর নেতৃত্বে নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিল জাফরাবাদের দিকে গেলে উত্তেজনা বাড়ে।এমনকি দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুুড়ি হয় বলে পুলিশের দাবি। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়।
Delhi Lieutenant Governor Anil Baijal: Instructed Delhi Police and Commissioner of Police to ensure that law and order is maintained in North East Delhi. The situation is being closely monitored. I urge everyone to exercise restraint for the maintenance of peace and harmony. pic.twitter.com/Pw0vf4xK6G
— ANI (@ANI) February 24, 2020
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা কপিল মিশ্র রবিবার ডিসিপিকে পাশে দাঁড় করিয়ে রেখেই দিল্লি পুলিশকে রীতিমতো হুমকি দিয়ে জাফরাবাদ ও চাঁদবাগ এলাকায় চলতি নতুন নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন তুলে দিয়ে এলাকা খালি করতে বলেন। তিনি এই জন্য দিল্লি পুলিশকে তিনদিনের সময়ও বেঁধে দিয়েছেন। তিনি জানান, ” ট্রাম্প ফিরে যাওয়া পর্যন্ত আমরা শান্তি বজায় রাখছি। কিন্তু তারপরেও যদি রাস্তা খালি না হয় তাহলে আপনার কথাও শুনবো না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584