সিএএ ইস্যুতে রণক্ষেত্র দিল্লি: সংঘর্ষে নিহত পুলিশ কর্মী

0
146

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

সিএএ ইস্যুতে রণক্ষেত্রের রূপ নিল উত্তর-পূর্ব দিল্লির ভোজপুর, মৌজপুর, জাফরাবাদ প্রমূখ এলাকা । পুলিশের দাবি সিএএ-বিরোধী ও সিএএ সমর্থনকারী দুই দলের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় এক পুলিশকর্মীর। রবিবারে ও সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার রাতেই উত্তর দিল্লির জাফরাবাদ মেট্রো স্টেশন চত্বরে প্রায় কয়েকশো  আন্দোলনকারী যার মধ্যে বেশির ভাগ মহিলা জমায়েত হয়। তারা নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসি এর বিরোধিতার সঙ্গে সঙ্গে ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের আহ্বানে রবিবারের ‘ভারত বন্ধ’এর সমর্থনে আন্দোলন শুরু করে।

ছবি সৌজন্যে: টুইটার

রবিবার বিকেলের দিকে বিজেপি নেতা কপিল মিশ্রর নেতৃত্বে নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিল জাফরাবাদের দিকে গেলে উত্তেজনা বাড়ে।এমনকি দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুুড়ি হয় বলে পুলিশের দাবি। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা কপিল মিশ্র রবিবার ডিসিপিকে পাশে দাঁড় করিয়ে রেখেই দিল্লি পুলিশকে রীতিমতো হুমকি দিয়ে জাফরাবাদ ও চাঁদবাগ এলাকায় চলতি নতুন নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন তুলে দিয়ে এলাকা খালি করতে বলেন। তিনি এই জন্য দিল্লি পুলিশকে তিনদিনের সময়ও বেঁধে দিয়েছেন। তিনি জানান, ” ট্রাম্প ফিরে যাওয়া পর্যন্ত আমরা শান্তি বজায় রাখছি। কিন্তু তারপরেও যদি রাস্তা খালি না হয় তাহলে আপনার কথাও শুনবো না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here