নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সেই ভাবে ওদের কেউ মনেই রাখেনা। এমন কি ওদের দিয়ে কাজ করানোর পরেও,সামান্য পরিচয় টুকুও জানতে চাননা।অথচ ওরা ছাড়া লক্ষ-কোটি মূল্যের জমি জায়গা, বাড়ি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পত্তি ক্রয় বিক্রয় কার্যত অসম্ভব।ওদের পোশাকি নাম “কপিরাইটার”। না তা বলে ওরা কোনো কর্পোরেট জগতের মোটা টাকার মাস মাইনের কর্মচারী নন।
দৈনিক উপার্জনের কোনো নিশ্চয়তাও নেই,তবে ওরা ছাড়া যে জায়গা জমি বিক্রি টাও সম্ভব নয়। আজ তাঁদেরই জীবন জীবিকা চরম সঙ্কটে। ভগবানগোলা সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রারদের লক্ষ লক্ষ টাকার দুর্নীতির কারণে বঞ্চিত হচ্ছেন সেখানকার দলিল লেখা কপিরাইটাররা।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ সফর শেষে কলকাতার পথে মমতা
কার্যত সরকারি রেভিনিউকে কম পরিমাণে দেখিয়ে চোরা পথে ভগবানগোলা রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার দালাল চক্র বানিয়ে দিনের-পর-দিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করে চলেছেন বলে বৃহস্পতিবার অভিযোগ করেন স্থানীয় কপিরাইটাররা।
এক্ষেত্রে তাদের অভিযোগ,”বহু বছর ধরে আমরা এই কাজ করছি ,অথচ আমাদের কোনো আর্থিক নিরাপত্তা নেই ,নেই কোনো মাস মাইনে,এক শ্রেণীর অসাধু অফিসার ও কর্মীদের দুর্নীতির যোগসাজসে রাজ্য সরকারের রাজস্ব ফাঁকি পড়ছে। অথচ এ ব্যাপারে প্রশাসনিক আধিকারিকেরা সব কিছু জেনেও চুপ করে আছেন,অবিলম্বে এর পরিবর্তন হওয়া দরকার। সবকিছু জেনেও কার্যত কোনো ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসনিক কর্তারা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584