শালবনীতে ব্যাঙ্ক ম্যানেজার করোনায় আক্রান্ত,বন্ধ পরিষেবা

0
35

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

সোমবার দিন ঘড়ির কাঁটায় সকাল সাড়ে দশটা পেরিয়ে গেলেও সবচেয়ে বেশি গ্রাহক থাকা শালবনী বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দরজা না খোলায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বাজারে।

bank | newsfront.co
নিজস্ব চিত্র

তারপরেই ওই ব্যাঙ্কের সামনে কর্মরত সিভিক ভলান্টিয়াররা উপস্থিত গ্রাহকদের জানান, গত শুক্রবার ঝাড়খন্ড রাজ্যের রাঁচিতে বাড়ি গিয়ে এই ব্যাঙ্কের ম্যানেজার জানতে পেরেছেন তিনি করোনা আক্রান্ত। তাই সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে ব্যাঙ্ক বন্ধ রাখা হয়েছে। তবে এ সংক্রান্ত কোন নোটিশ বা পূর্ব ঘোষণা না থাকায় নাজেহাল গ্রাহকেরা।

আরও পড়ুনঃ বিজেপি রাজ্য সভাপতিকে নিয়ে আপত্তিকর পোস্ট, অভিযোগ দায়ের

অন্যদিকে ব্যাঙ্কের ম্যানেজার শালবনী দূর্গামন্দির এলাকায় ভাড়া থাকতেন এবং মাসের প্রথম দশ দিন এই শাখায় গ্রাহকদের প্রচুর ভিড় থাকায় ব্যাঙ্ক কর্মচারী সহ সাধারণ মানুষ কতজন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযোগে এসেছেন সেই নিয়ে চিন্তিত গ্রাহক সহ সকলেই। অন্যদিকে শালবনীতে পাঁচটি এটিএম থাকলেও কোন এটিএম কাজ না করায় ও এই শাখাটি পুনরায় কবে কাজ শুরু করবে সে সম্পর্কে কোন বিজ্ঞপ্তি না থাকায় ব্যাঙ্কের পরিষেবা নিয়ে চিন্তিত সাধারণ গ্রাহকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here