নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীর বিডিওর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর নড়েচড়ে বসল প্রশাসন। মঙ্গলবার দুপুর থেকে এলাকা স্যানিটাইজেশনের কাজ শুরু হয় কেশিয়াড়ীতে।
স্বাস্থ্য দফতর ও প্রশাসনের সহযোগিতায় খড়গপুর ফায়ার ব্রিগেডের ৭ জন কর্মী এদিন বিডিও অফিস চত্বর স্যানিটাইজেশনের কাজ শুরু করেন। বিডিও অফিস, বিডিওর কোয়ার্টার, সভাগৃহ সহ গোটা বিডিও অফিস চত্বর স্যানিটাইজ করা হয়।
আরও পড়ুনঃ পলাশীপাড়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু
কেশিয়াড়ী গ্রামীণ হাসপাতাল স্যানিটাইজ করার পর কনটেইনমেন্ট জোন হিসেবে অলিনগর এবং করোনা আক্রান্ত বাঘাস্তি পঞ্চায়েত এলাকার চাকলাতে ওষুধ স্প্রে করে এলাকা স্যানিটাইজেশনের কাজ করা হয়।
পাশাপাশি বেশ কিছুদিন আগে উপস্বাস্থ্য কেন্দ্রের মহিলা স্বাস্থ্য আধিকারিকের করোনা আক্রান্তের ঘটনায় কেশিয়াড়ী ব্লকের ৯ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বেলুট উপস্বাস্থ্য কেন্দ্র স্যানিটাইজ করা হয় এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584