শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন আরও ৪৭ জন। একই সঙ্গে করোনায় আরও ৪ জন সুস্থ হওয়ায় সুস্থ সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৯ জন। সোমবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে এমনই তথ্য জানানো হয়েছে। জানা গিয়েছে, এর ফলে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীনের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০৪ জনে। তবে এদিন আর মৃত্যু সংখ্যা বাড়েনি।

সব মিলিয়ে নবান্নের হিসেব অনুযায়ী মোট আক্রান্তের ঘটনা ৬৩৩ জন। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ীও এ রাজ্যে মোট করোনা আক্রান্ত ঘটনার সংখ্যা ৬৪৯ জন। ফলে কেন্দ্র রাজ্যে হিসেবের ফারাক রয়েছে ১৬ জনের।
এ দিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন ৪২৭৭৪ জন। হোম কোয়ারেন্টাইনে এখনও আছেন ১৮৬২৯ জন। রাজ্যের হাসপাতালে আইসোলেশনে ভর্তি রয়েছেন ২৫২ জন। রাজ্যে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১২০৪৩ টি। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ১১৫০ টি। সরকারি কোয়ারেন্টাইনে এখনও ১৮০২৪ জন রয়েছেন এবং ১২৫৭৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584