নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির পরিবারের দাবি মেনে দেহ দাহ করা হল স্থানীয় শ্মশানেই। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসনের উদ্যোগকে বাস্তবায়িত করল কোভিড টাস্ক ফোর্স।এবার থেকে গোটা কোলাঘাট ব্লকেই করোনায় মৃত ব্যক্তির দেহ তাঁর নিজের এলাকায় দাহ করার সম্পূর্ণ দায়িত্ব নেবে এই কোভিড টাস্ক ফোর্স।

প্রশাসনের উদ্যোগে খুশি এলাকাবাসী।কোভিড হাসপাতালে করোনায় মৃত ব্যক্তির দেহ দাহ করা হয় সরকারি উদ্যোগে।বর্তমানে তমলুকে করোনায় মৃতদের দেহ দাহের ব্যবস্থা রয়েছে।সরকারি উদ্যোগে ব্লক পিছু একটি করে করোনা শ্মশান গড়ে তোলার উদ্যোগ শুরু হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি।অনেক মৃতের পরিবার মৃতদেহ নিজেদের এলাকার শ্মশানে দাহ করতে চাইলেও স্থানীয়দের বাধা ও উপযুক্ত সুরক্ষা বিধির অভাবে অধিকাংশ ক্ষেত্রে তা সম্ভব হয় না।করোনা পরিস্থিতিতে কোলাঘাট ব্লক প্রশাসন ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে কোভিড টাস্ক ফোর্স গঠন করেছে।প্রতিটি টিমে রয়েছেন ২০ থেকে ২৫ জন সদস্য।এঁদের কাজ মূলত নিজেদের এলাকায় করোনা সম্পর্কিত সচেতনতার বার্তা প্রচার করা,করোনা আক্রান্তের পরিবারের পাশে দাঁড়ানো।

সম্প্রতি কোলাঘাট পঞ্চায়েত সমিতিতে এই টাস্ক ফোর্সের কর্মপদ্ধতি নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করা হয়। সেখানে সিদ্ধান্ত হয় করোনা আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে মারা গেলে মৃতের পরিবার দেহ নিজের এলাকায় দাহ করতে চাইলে সেই কাজে সম্পূর্ণ সাহায্য করবে কোভিড টাস্ক ফোর্স।শুধু তাই নয় করোনা উপসর্গ নিয়ে কেউ বাড়িতে মারা গেলে মৃতের পরিবার চাইলে সেই দেহও দাহ করবে এই টাস্ক ফোর্সের সদস্যরা। কোলাঘাট ১নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়বড়িশা গ্রামের এক বৃদ্ধ বড়মা হাসপাতালে মারা যান।
আরও পড়ুনঃ মুখোমুখি বাইক সংঘর্ষে মৃত্যু হল একজনের
মৃতের পরিবার নিজেদের গ্রামের শ্মশানে দাহ করতে চেয়ে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয়।কোলাঘাট ১নং গ্রাম পঞ্চায়েতর টাস্ক ফোর্সের সদস্যরা পিপিই পরে এবং উপযুক্ত সুরক্ষা বিধি মেনে দেহটি বড়মা হাসপাতাল থেকে এনে স্থানীয় শ্মশানে দাহ করেন।শ্মশানের ধোঁয়া ও ছাই থেকে যে করোনা ছড়ায় না তা এলাকার মানুষজনকে বোঝান টাস্ক ফোর্সের সদস্যরা।প্রশাসনের এই উদ্যোগে খুশি মৃতের পরিবার। কোলাঘাট ব্লক প্রশাসন সূত্রে খবর কোভিড টাস্ক ফোর্সের সদস্যরা দেহ দাহ করার যাবতীয় কাজ করবে।
আরও পড়ুনঃ রঘুনাথগঞ্জে বোলেরো-লরির সংঘর্ষে আহত ৩
মৃতের পরিবারকে এর জন্য কিছুই করতে হবে না। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি রাজকুমার কুণ্ডু বলেন,”আমরা কোলাঘাট ১নং এলাকায় ১জন কোভিড আক্রান্তের দেহ দাহ করেছি কোভিড টাস্ক ফোর্সকে দিয়ে। উপযুক্ত সুরক্ষা বিধি মেনেই এই কাজ করা হচ্ছে।স্থানীয় শ্মশানে করোনায় মৃত ব্যক্তির দাহ করলে করোনা ছড়ায় না।এ বিষয়ে আমাদের টাস্ক ফোর্সের সদস্যরা গ্রামে গ্রামে প্রচার শুরু করেছেন ।আশা করছি মানুষের মন থেকে এই ভ্রান্ত ধারণা আমরা দূর করতে পারব।”
তাই রাজকুমার বাবু এলাকার মানুষ জনের কাছে আবেদন রেখেছেন যে করোনা রোগ কে ঘৃণা করুন। কিন্তু করোনা রুগী কে নয়।করোনা আক্রান্ত রুগীকে সাহায্যের হাত বাড়িয়ে দিন সরকারি ও স্বাস্থ্য বিধি নিয়ম মেনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584