উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রোগীর মৃত্যু হবার হাসপাতাল বলছে এখনও সাত লাখ টাকার বিল বাকি। এই টাকা রোগীর পরিবার না মেটানোয় রোগীর দেহ চব্বিশ ঘণ্টার বেশি আটকে রাখার অভিযোগ উঠল বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ বেঁচে থাকতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মান দেয়নি রাজ্য সরকারঃ অধীর
জানা গেছে, হাওড়ার মল্লিক ফটকের বাসিন্দা পিঙ্কি শর্মাকে ইএম বাইপাসের ধারে আনন্দপুর থানার অন্তর্গত ডিশান হাসপাতালে নভেম্বর মাসের ১ তারিখে ভর্তি করা হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। ১৭ দিনের মাথায়, গতকাল পিঙ্কি শর্মার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ চাকরির দাবিতে ফের পথে টেট উত্তীর্ণরা, ধরনায় বসার আগেই গ্রেফতার
কিন্তু ২৪ ঘন্টা কেটে গেলেও তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি।পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে তাদের রোগীর। মাত্র এই কয়েকদিনে ৯ লক্ষ ৮১ হাজার টাকার বিল করেছে হাসপাতাল। পরিবার ২ লক্ষ ৮১ হাজার টাকা মিটিয়ে দিয়েছে।
কিন্তু তার পরও দেহ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পরিবারের তরফে। পরিবার জানিয়েছে, হাসপাতালের তরফে বলা হয়েছে, সম্পূর্ণ বিল না মেটালে দেহ দেওয়া হবে না। আনন্দপুর থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করছে মৃতের পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584