ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
আতঙ্কের মধ্যে স্বস্তির খবর। করোনার আক্রমণে অসুস্থ দেশের সবথেকে বয়স্ক রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। শুধু তিনিই নন তার সাথে তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তিনিও সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। কেরলের আক্রান্ত দম্পতি পাঠানামথিট্টার বাসিন্দা। স্বামীর বয়স ৯৩ স্ত্রীর ৮৮।
উল্লেখ্য তার ছেলে, বৌমা ও নাতি ইতালি থেকে ফেরার পরেই তারা করোনা আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকদের যথেষ্ট তৎপরতার কারণে তারা সুস্থতা লাভ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
Elderly couple aged 93 and 88 yrs discharged after recovery from deadly #COVID19 infection in #Kerala.#IndiaFightsCorona https://t.co/XBPZAD6TXr
— All India Radio News (@airnewsalerts) April 3, 2020
আক্রান্ত দম্পতির নাতির দাবি পেশায় কৃষক তার দাদু কোনদিনও কোন রকম মাদকদ্রব্য ও নেশার দ্রব্য ছুঁয়ে দেখেননি।এই মুহূর্তে পৃথিবীর যে সমস্ত মানুষ করোনা হয়ে মারা গেছেন তাদের অধিকাংশ বয়স্ক। চিকিৎসকরা জানাচ্ছেন বয়স্কদের ক্ষেত্রে করোনা আক্রমণে মৃত্যুর হার বেশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584