উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ডা.নির্মল মাঝি। বর্তমানে তিনি করোনা আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তারমধ্যেই নির্মল মাঝি পিপিই কিট পরে ছুটে বেড়ালেন কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। এমন ঘটনায় বিস্মিত হাসপাতালের ডাক্তাররা।
নির্মল মাজি নিজেও একজন ডাক্তারও বটে। এই প্রসঙ্গে অবশ্য তিনি স্পষ্ট জানিয়েছেন, “যে ডাক্তাররা নিজের জীবন বাজি রেখে মানুষের জীবন বাঁচাচ্ছে তাদের অসুস্থতার সময় তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে মনে করেছি ।’ করোনা আক্রান্তদের পরিবারের লোকেরা জানিয়েছেন, যেভাবে করোনা আক্রান্ত হয়েও মন্ত্রী নির্মল মাজি রোগীদের সুবিধা অসুবিধার দিকে নজর রাখছেন, তাতে কোনও ধন্যবাদই যথেষ্ট নয়। তবে কয়েনের উল্টোপিঠের মতোই গোটা বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কিছু দিন আগেই মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে বাঙুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি।
সামান্য সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিনের মধ্যেই করোনা ধরা পড়ে মন্ত্রীর। ভর্তি করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে।রবিবার মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন ২ সিনিয়র ডাক্তারের শ্বাসকষ্ট বাড়ে। সিসিইউ’তে রয়েছেন তাঁরা। পাশাপাশি করোনা আক্রান্ত ২ জুনিয়র ডাক্তারের ও শ্বাসকষ্ট বাড়ে। খবর পেয়েই দৌড়ে চলে আসেন মন্ত্রী। অসুস্থ চিকিৎসক থেকে শুরু করে রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজ খবর নেন নির্মল মাঝি। হাসপাতালের এক ডাক্তার জানিয়েছেন, “রাতে উনি ঘণ্টা তিনেক আমাদের সঙ্গে থাকছেন। সিসিইউ -র বাইরে বসে খোঁজখবর নিচ্ছেন। গুরুতর অসুস্থ ৪ চিকিৎসকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তিনি নিজের বেডে ফেরেন।”
আরও পড়ুনঃ সাত সকালে মানিকতলায় বাসস্ট্যান্ডের শেডে লরির ধাক্কা, মৃত ১ আহত ৩
মন্ত্রীর এই ভূমিকায় স্বাভাবিকভাবেই আপ্লুত রোগীর পরিবার থেকে শুরু করে ডাক্তাররাও। তবে হাসপাতালে যত্রতত্র করোনা আক্রান্ত নির্মলবাবুর ঘুরে বেড়ানো নিয়ে বিতর্কও শুরু হয়েছে। অনেকেই বলছেন, নিজে ডাক্তার হয়েও সব কিছু জেনে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে বেরিয়ে সস্তা পাবলিসিটি কুড়োচ্ছেন। কিন্তু অন্যের করোনা আক্রান্তের সম্ভবনা উনি যে বাড়িয়ে দিচ্ছেন, তা তিনি ধর্তব্যের মধ্যেই আনছেন না। সাধারণ মানুষ আর কার কাছে যাবে এরকম অভিযোগ করতে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584