শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পরে গার্ডেনরিচ থানার অফিসার ভর্তি রয়েছেন হাসপাতালে। লালবাজার সূত্রের খবর, এই অবস্থায় ওই থানার কাজ চালু রাখার জন্য তার জায়গায় বদলি করে আনা হল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ওসি ময়ূখময় রায়কে। আক্রান্ত অফিসারকে আপাতত এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পোস্টিংয়ে রাখা হয়েছে।
একই সঙ্গে গার্ডেনরিচ থানার আক্রান্ত অফিসারের পরিবার, গাড়ির চালক-সহ যে যে পুলিশ কর্মী তাঁর সংস্পর্শে এসেছিলেন, সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ জমায়েত রুখতে কলকাতার রাস্তায় ‘কমব্যাট ফোর্স’
করোনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একের পর এক আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরাও৷ তাই পুলিশের মনোবল বাড়াতে শনিবারই ওই থানায় যান কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা৷ থানার অফিস থেকে পুলিশ ব্যারাক সমস্তটাই তিনি ঘুরে দেখেন। এরপরই পুরো থানা স্যানিটাইজ করা হয়। অফিসার করোনা আক্রান্ত হওয়ায় পর থানা কিভাবে চলবে তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন পুলিশকর্মীরা৷ এরপরেই লালবাজারের তরফে এই নির্দেশিকা জানানো হয়।
প্রসঙ্গত, বুধবার সকালে এমআর বাঙুর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন গার্ডেনরিচ থানার এই অফিসার৷ ফলে লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে৷ গত বৃহস্পতিবার এসএসকেএম-এর করোনা পরীক্ষার রিপোর্ট আসে৷ সেই রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় শুক্রবার ফের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়৷ পর পর দু’টি রিপোর্টই পজেটিভ আসে৷ এমআর বাঙুর থেকে সল্টলেক আমরিতে স্থানান্তর করা হয়েছে গার্ডেনরিচ থানার এই অফিসারকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584