রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

0
108

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

নতুন দুই করোনা আক্রান্তের মধ্যে একজন ইংল্যান্ড থেকে ফেরা নিউ আলিপুরের বাসিন্দা ৫২ বছরের মহিলা এবং আরেক জন মিশর থেকে ফেরা গড়িয়ার বাসিন্দা ৪২ বছর বয়সী এক প্রৌঢ়। আপাতত ২ জনেই বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর, নিউ আলিপুরের বাসিন্দা ৫২ বছর বয়সী ওই মহিলা ইংল্যান্ডের ম্যানচেস্টারে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার ছেলে সেখানে চাকুরিরত।

corona affected patients raise in state | newsfront.co
প্রতীকী চিত্র

ইংল্যান্ডে করোনা ছড়িয়ে পড়ার খবর শোনা মাত্রই মা এবং ছেলে কলকাতার উদ্দেশ্যে বিমানে করে ফিরে আসেন। ১৮ মার্চ বুধবার দিল্লি হয়ে কলকাতা ফেরেন। কলকাতায় ফেরার পর নিউ আলিপুরের বাড়িতেই গৃহ পর্যবেক্ষণে ছিলেন ওই মহিলা, এমনটাই দাবি তার পরিবারের।

গত শনিবার বাড়িতেই ভয়ানক সর্দি কাশি শুরু হওয়ায় রবিবার ২২ মার্চ সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে তাকে নিয়ে আসেন তার পরিবার। আইডি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা ওই মহিলার উপসর্গ দেখে দ্রুত তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয় ।

আরও পড়ুনঃ অভিনবপন্থায় অসচেতন মানুষদের গৃহবন্দী করার ব্যবস্থা এক স্বেচ্ছাসেবী সংস্থার

সোমবার তার লালারসের নমুনা পরীক্ষার জন্য বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়। সোমবার রাতে নমুনার স্ক্রিনিংয়ে জানা যায় করোনা আক্রান্ত ওই মহিলা। মঙ্গলবার সকালে আবারও পরীক্ষা করানো হয় ওই মহিলার লালা রস।

তাতেও রিপোর্ট পজিটিভ আসে। এরপরই স্বাস্থ্য দফতরের তরফ থেকে মহিলার স্বামী এবং পুত্রকে হোম কোয়ারেন্টিনে বা গৃহ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নোওয়া হয় ৷ আক্রান্ত এই মহিলা কলকাতায় ফেরার পর অন্য কারোর সঙ্গে দেখা করেছিলেন কিনা, সে বিষয়ে খোঁজ নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা গড়িয়া বড়াল পঞ্চাননতলার বাসিন্দা ৪২ বছর বয়সী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিক ২৮ ফেব্রুয়ারি তার অন্যান্য সহকর্মীদের সঙ্গে সপরিবারে ইউরোপ ভ্রমণে যান। ১৪ ই মার্চ মিশর থেকে তিনি সপরিবারে কলকাতা ফেরেন।

বাড়িতেই হোম কোয়ারান্টিনে বা গৃহ পর্যবেক্ষণে ছিলেন তিনি। প্রথম দিকে কোন রকম উপসর্গ ছিল না তার। এরপর ১৯ মার্চ শনিবার জ্বর আসায় তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

এই ব্যক্তিরও লালারস পরীক্ষায় ধরা পড়ে করোনা। রাজ্য স্বাস্থ্য দফতর তরফ থেকে করোনা আক্রান্ত এই ব্যক্তির স্ত্রী এবং শিশু সন্তানকে গৃহ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও স্টেট ব্যাঙ্কের যে সব কর্মীরা এই করোনা আক্রান্ত ব্যক্তির সঙ্গে ইউরোপ ভ্রমণে যান, তাদেরকে চিহ্নিত করে গৃহ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here