নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সুস্থ হওয়ার সংখ্যাটাও একেবারে কম নয়। তবে এই মুহূর্তে সমগ্র বিশ্বে সংক্রমণের হার উর্ধ্বমুখী। এর মধ্যে বেশীরভাগ উপসর্গহীন। সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য হাতে পেয়েছেন গবেষক মণিকা গান্ধী। বস্টনের একটা গৃহহীন ত্রাণশিবিরে ১৪৭ জন সংক্রমিত।
কিন্তু ৮৮ শতাংশ করোনা আক্রান্তেরই কোনও উপসর্গ নেই। এক ছাদের তলায় তাঁরা ভাগাভাগি করে থাকলেও উপসর্গ পাওয়া যায়নি প্রায় ১৩০ জন সংক্রমিতের। স্প্রিংডেলের এক পোল্ট্রি প্লান্টে ৪৮১ জন সংক্রমিত। কিন্তু ৯৫ শতাংশ উপসর্গহীন। নর্থ ক্যারোলিনা, ওহিও এবং ভার্জিনিয়ার জেলে সবমিলিয়ে ৩২৭৭ জন সংক্রমিত। তবে, ৯৬ শতাংশ উপসর্গহীন।
তাহলে কী কমছে করোনা অতিমারীর প্রকোপ? যাঁরা গুরুতর অসুস্থ, তাঁদের সঙ্গে কাজ করেও কীভাবে উপসর্গহীন থাকছে অধিকাংশ সংক্রমিত? কে তাঁদের সুরক্ষা দিচ্ছে?
আরও পড়ুনঃ স্নাতক শিক্ষকদের স্কেল নিয়ে পে-কমিশনকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
সানফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়ায় এই গবেষক গান্ধির দাবি, “এই প্রশ্নগুলির জবাব পাওয়া গেলেই ভ্যাকসিন তৈরি আরও সহজ হবে। করোনা অতিমারীকে বাগে আনা যাবে। এত শতাংশ উপসর্গহীন সংক্রমণ এক পক্ষে ভালো। সমাজের পক্ষে ভালো। ব্যক্তির পক্ষে ভালো।” তাঁর মত, ক্রমে শক্তি হারাচ্ছে এই অতিমারী। এই সম্ভাবনা জিইয়ে রেখে গবেষকরা এগোলে ভবিষ্যতে সুফল মেলা সম্ভব। এমন দাবিও করেছেন তিনি।
সারা দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৪ হাজার ৩৯৯ জন। ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ২১ লক্ষ ৫৩ হাজার ১০-এ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণের হার ৮.৯৫ শতাংশ। যা গত দু’দিনের চেয়ে সামান্য কম।
আরও পড়ুনঃ কোভিড রোগী ভর্তি নিয়ে নয়া নির্দেশিকা জারি রাজ্যের
প্রতিদিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। চলতি সপ্তাহের গোড়ায় ১০ শতাংশের নীচে ছিল এই হার। কিন্তু শুক্রবার তা বেড়ে ১০.৮৮ শতাংশ হয়েছিল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই মূহূর্তে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ লক্ষ ২৮ হাজার ৭৪৭। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬৫৯ জন অ্যাক্টিভ করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮৬১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে সারা দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৩ হাজার ৩৭৯।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584