নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ শহরে এক টোটো চালকের দেহে করোনার সংক্রমণ মেলায় শহর জুড়ে বিভিন্ন এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হয়েছে। যেহেতু ওই টোটো চালকের কোন ‘ট্রাভেল হিস্ট্রি’ নেই, সে কারণে রায়গঞ্জ শহরে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
খোদ রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের ওয়ার্ডেই এই টোটো চালকের বাড়ি। লকডাউন শুরু হওয়ার পর থেকে ভিন রাজ্য থেকে অন্তত ৪০ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক রায়গঞ্জ তথা জেলায় এসেছেন।
তাদের মধ্যে অধিকাংশ উপসর্গহীন হওয়ায় স্বাস্থ্য দফতর তাদের কেবল থার্মাল স্ক্রিনিং করে ছেড়ে দিয়েছে। কাউকেই লালারস পরীক্ষার জন্য ডাকা হয়নি।
আরও পড়ুনঃ লকডাউনের মধ্যে স্বামীকে হারিয়ে অথৈজলে স্ত্রী
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ৫ জুন রায়গঞ্জ শহরের দেবীনগরে ওই টোটোচালক নিজের ইচ্ছায় লালারস পরীক্ষার জন্য এসেছিলেন। সেখানেই তাঁর করোনা পজিটিভ ধরা পড়ায় এখন স্বাস্থ্য দফতর নড়েচড়ে বসেছে। ঐ টোটো চালক লালারস দেওয়ার পরেও শহরে টোটো চালিয়ে যাত্রী পরিষেবা দিচ্ছেন।
সব মিলিয়ে পুরসভা থেকে স্বাস্থ্য দফতর আশ্বাসবাণী শোনালেও শহরবাসীর আতঙ্ক কাটছে না। এজন্য শহর জুড়ে বাসিন্দাদের থার্মাল স্ক্রনিং শুরু করেছে। মাইকে অযথা আতঙ্কিত না হতেও প্রচার চালানো হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584