নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । তাই এখন সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের পাশাপাশি বাড়াতে হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও। সে কারণেই রবিবার ফালাকাটার কাদম্বিনি চা বাগানে গোলমরিচ, আদা, দারচিনি, জলের সঙ্গে কি ভাবে মিশিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় তা শেখানো ও খাওয়ানো হল চা বাগানের শ্রমিকদের।
এই চা বাগানে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে শ্রমিক সংখ্যা রয়েছে প্রায় ১২০০ । প্রথম দিনেই প্রায় ৭০০ শ্রমিকে খাওয়ানো হয় আয়ুর্বেদিক উপায়ে তৈরি করা এই মিশ্রণ ।
আরও পড়ুনঃ মেদিনীপুরে কর্মবিরতি সাফাই কর্মীদের
এদিন চা বাগানের ম্যানেজার শমীক ঘোষ বলেন, “ডিজিএমের গাইডেন্সে আয়ুশের নোটিফিকেশন অনুযায়ী কি ভাবে এই মিশ্রণ তৈরি করে শ্রমিকদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, আমরা আজকে সেই বিষয়ে ফালাকাটার কাদম্ববিনি চা বাগানের শ্রমিকদের তা শেখানো ও খাওয়ানো হল।’ এদিকে শ্রমিকরাও খুশি বাগান কর্তৃপক্ষের এই উদ্যোগে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584