ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৩।
সুস্থ হয়ে উঠেছেন ৭৯। মৃতের সংখ্যা ১৯। আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত নতুন করে ১৫১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও দুইজনের।
Total number of #Coronavirus positive cases rises to 873 (including foreign nationals; 79 people cured/discharged, 19 deaths): Ministry of Health and Family Welfare pic.twitter.com/vsMz3jcIPK
— ANI (@ANI) March 28, 2020
বিশেষজ্ঞদের আশঙ্কা যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে কয়েকদিনের মধ্যেই ভারত করোনা সংক্রমণের তৃতীয় পর্যায়ে প্রবেশ করতে পারে।
যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং আইসিএমআর। তাঁদের মতে, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। তবে এই পরিস্থিতি তৈরি হলে তা রুখতে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584