নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আর মাত্র একটা সপ্তাহ। তারপরই গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়াবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’-র প্রধান টেড্রোস আধানম।
তিনি বলেন, ‘হু’-র হিসাবে এখনও পর্যন্ত গোটা বিশ্বে ৯১ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭০ হাজার মানুষের। করোনা থাবা বসানোর প্রথম সপ্তাহে এই সংখ্যাটি ছিল ১০ হাজারেরও কম। গত মাসে সেই সংখ্যাটাই ৪ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। সেই হিসাবে আগামী সপ্তাহে এই সংখ্যাই ১ কোটি ছাড়িয়ে যাবে বলে অনুমান ‘হু’-এর।
আরও পড়ুনঃ মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পের জেরে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’-র প্রধান বলেন, “আমরা এখনও এই ভাইরাস প্রতিরোধকারী ভ্যাকসিন নিয়ে গবেষণা এবং তা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ভাইরাস রুখতে আমাদের কাছে যা অস্ত্র আছে তা দিয়ে সবরকম জরুরিকালীন ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584