ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে আজ বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া শেষ খবর অনুযায়ী এই মুহূর্তে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮৬৫ জন (যার মধ্যে বিদেশি ৭১ জন) । গত ২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্তের সংখ্যা ৫৯১ জন । এরমধ্যে মৃত্যুর সংখ্যা ১৬৯ জন। এরমধ্যে ২৪ ঘন্টায় মৃত্যু সংখ্যা ২০ জন।
গোটা দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১৩৫ জন। মৃত্যুর সংখ্যা ৭২ জন। মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু দিল্লি, তেলেঙ্গানা,উত্তর প্রদেশ। রাজস্থান,অন্ধপ্রদেশ,কেরল ।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ভারতে এখনো তৃতীয় স্টেজ এসেছে কিনা তা স্পষ্ট নয়। উল্লেখ্য তৃতীয় স্টেজ হল কমিউনিটি স্পিডিং বা জন সংক্রমণ। এর মাধ্যমে খুব দ্রুততার সাথে করোনা ছড়িয়ে যাবে।
দেশজুড়ে টানা ২১ দিনের লকডাউন চলছে। এই লকডাউন শেষ হবে আগামী ১৪ ই এপ্রিল। এরই মাঝে দেশের চিকিৎসক, বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজ্য গুলির সাথে পরামর্শ ও পর্যালোচনায় বসেছে কেন্দ্র। এবং কেন্দ্র জানিয়েছে ১৪ ই এপ্রিল পর্যন্ত লকডাউন যথেষ্ট নয় আগামীতে লকডাউন আরও বাড়ানো হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584