১১ হাজারের বেশি করোনা রুগী উধাও! সম্পূর্ণ অজ্ঞাত বিবিএমপি

0
72

নিউজফ্রন্ট ডেস্ক, বেঙ্গালুরুঃ

বেঙ্গালুরুর করোনা রুগীদের মধ্যে ১১হাজারের বেশি সংখ্যক রুগী সম্পর্কে কোনো তথ্যই প্রশাসনের কাছে নেই। কিভাবে সম্ভব হল এমন ঘটনা! এক সিনিয়র আইএএস কর্তার বক্তব্য অনুযায়ী ১১,১৫২ জন করোনা পজিটিভ রুগী সম্পর্কে কোনো তথ্যই তাঁদের কাছে নেই। বিবিএমপি’র এক আধিকারিক জানিয়েছেন হয়তো তথ্য সংগ্রহের ভুল কিন্তু সঠিকটা কি তিনিও জানেন না।

Covid fighters | newsfront.co
প্রতীকী চিত্র

বুধবারের বুলেটিন অনুযায়ী বেঙ্গালুরু শহরে একটিভ করোনা রুগীর সংখ্যা ২৭৯৬৯; কোভিড কেয়ার সেন্টার ও হাসপাতাল মিলিয়ে বেডের সংখ্যা ১৩০১২; তার মধ্যে অকুপায়েড বেড মাত্র ৬৪৯৮; হোম আইসোলেশনের সংখ্যা ১০,৩১৯ তাহলে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি ১১,১৫২ একটিভ করোনা রুগী উধাও হলেন কোথায়?

আরও পড়ুনঃ দু’বার নেগেটিভ হয়েও শেষবার পজিটিভ হয়ে করোনায় মৃত্যু লালবাজারের পুলিশকর্তার

মেডিক্যাল শিক্ষামন্ত্রী কে সুধাকর যিনি কোভিড ইন চার্জ ওবটে, তিনি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানান এই সংখ্যার অনেক প্রাইভেট কোভিড কেয়ার সেন্টার আছে শহরে অনেকে সেখানেও ভর্তি আছেন। সাংবাদিকরা আরো তথ্যনিষ্ঠ প্রশ্ন করলে মন্ত্রী জানিয়েছেন সংখ্যার এই বিভ্রান্তি হয়তো বা কোনো তথ্যগত ভুলের কারণে। বেঙ্গালুরু শহরে করোনা চিকিৎসার তথ্য এখন বড়সড় প্রশ্নের মুখে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here