মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ
মডেলিং তথ্য অনুযায়ী, জুন এবং জুলাই মাসের শেষে দেশে আরও জাঁকিয়ে বসবে কোভিড-১৯। বৃহস্পতিবার এমনটাই জানালেন এইমস-দিল্লী ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া।
তিনি বলেন‘ “মডেলিং ডেটা এবং আমাদের করোনা সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়ছে তা দেখে বোঝা যাচ্ছে যে, ২০২০-র জুন-জলাই মাসের শীর্ষে করোনা ভাইরাসের দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে অনেক কিছুই পরিবর্তনশীল। এখন শুধু সময়ের অপেক্ষা। আমাদের দেশ করোনায় কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে, তা আমরা জানি। যার কারণে ক্রমশ দীর্ঘমেয়াদী হচ্ছে লকডাউন।”
COVID-19 is likely to peak in June-July: AIIMS-Delhi Director Dr Randeep Guleria
Read @ANI story | https://t.co/2rQndRNRJO pic.twitter.com/3NIZHHGZRY
— ANI Digital (@ani_digital) May 7, 2020
মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে প্রায় তিপান্ন হাজার মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ১,৭৮৩ জনের। সম্প্রতি ৩৫,৯০২ করোনা পজিটিভের মধ্যে ১৫,২৫৬ জন করোনামুক্ত হয়েছেন অথবা তাদের সুস্থ বলে ছেড়ে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে করোনা আক্রান্তে সংখ্যা সবচেয়ে বেশি। এরপরের স্থানেই রয়েছে গুজরাট ও দিল্লী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584