মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনার জেরে নাজেহাল গোটা বিশ্ব। গুটি গুটি পায়ে বেশ কয়েক মাস আগে ভারতেও প্রবেশ করেছে কোভিড-১৯। এরপর এ রাজ্য ও রাজ্য ঘুরতে ঘুরতে পশ্চিমবঙ্গেও এসে গিয়েছে এই মারণ ভাইরাস। রাজ্যে আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। মৃতের সংখ্যাটাও কম নয়। এবার করোনা থাবা বসাল কলকাতার বাইপাসের ধারে একটি অত্যন্ত অভিজাত আবাসনে।
ওই আবাসনেই থাকেন একঝাঁক টলিউড তারকা। রয়েছেন রাজ-শুভশ্রী, পায়েল সরকার, শ্রাবন্তী, অরিন্দম শীলের মতো ব্যক্তিত্বরা। এই আবাসনেরই এক প্রৌঢ়ের শরীরে বাসা বেঁধেছে কোভিড-১৯। করোনা সংক্রমণ ধরা পড়ার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে তারকাদের মধ্যে।
বাইপাসের ধারের এই অভিজাত আবাসনে নিরাপত্তা জোরদার।
আরও পড়ুনঃ লকডাউনে ফাঁকা রাস্তায় মদ্যপান করে রেসিং, গ্রেফতার ৮
তবুও কীভাবে থাবা বসাল কোভিড-১৯? প্রশ্নটা ভাবাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীকে। সম্প্রতি সন্তানসম্ভবা হয়েছেন তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর এমন একটা সময়ে করোনা আক্রান্ত হলেন ওই আবাসনেরই এক আবাসিক। তাই স্বভাবতই চিন্তার ভাঁজ পড়েছে রাজ চক্রবর্তীর কপালে। রাজ-শুভশ্রী যে টাওয়ারে থাকেন ওই একই টাওয়ারে থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। সিল করা না হলেও পুরো টাওয়ার স্যানিটাইজ করা হয়েছে।
জানা গেছে, তাঁদের আবাসনে গৃহ পরিচারিকা থেকে গাড়ির চালক কাউকেই ঢুকতে দেওয়া হত না ওই আবাসনে। বেশ কড়াকড়ির সঙ্গেই সমস্ত নিয়ম পালন করা হচ্ছে। তারপরেও ঘটে গেল এহেন ঘটনা। ইনস্টাগ্রামে নিজের ইভনিং ওয়াকের ছবি পোস্ট করে রাজ লিখেছেন, “আজ থেকে কোনও ইভনিং ওয়াক নয়। হ্যাপি কোয়ারেন্টিন।”
তিনি এও বলেন, “নিজের ইচ্ছেমতো বাইরে বেরিয়ে যেতেন। এমনকি, লকডাউনের আগেও গাড়ি অবধি আবাসনের নিয়ম মেনে রাখতেন না। আমাদের ফ্ল্যাটের কয়েকটি তল নীচেই ওঁরা থাকেন। আমাদের দুশ্চিন্তা বাড়ল।” করোনা আক্রান্ত আবাসিকের ওপর অনেকেই রেগে রয়েছেন বলে জানান রাজ। ওই আবাসনের করোনা আক্রান্ত প্রৌঢ়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ-শুভশ্রী, পায়েল সরকার, শ্রাবন্তী ও অরিন্দম শীল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584