সন্দেহাতীত করোনায় মৃত ব্যাক্তির কবর দেওয়াকে ঘিরে খন্ডযুদ্ধ আলিপুরদুয়ারে

0
61

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

গভীর রাতে চুপিসারে নদীরচরে সন্দেহজনক করোনায় মৃত ব্যাক্তির মৃতদেহ কবর দেওয়াকে ঘিরে পুলিশের সাথে স্থানীয়দের খন্ডযুদ্ধ বাধে। আগুনে ভষ্মীভূত হয় পুলিশের তিনটি গাড়ি,একটি বাস।

car | newsfront.co
নিজস্ব চিত্র

ভাঙচুর করা হয় জেসিপি গাড়িও। ক্ষিপ্ত গ্রামবাসীর তাড়ায় জলদাপাড়া জঙ্গল দিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন কয়েক জন পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের তরফে এক রাউন্ড গুলিতে স্থানীয় এক যুবকের আহত হবারও অভিযোগ ওঠে। ঘটনায় জখম বেশ কিছু পুলিশ। এলাকায় রয়েছে উত্তেজনা।

west bengali police | newsfront.co
নিজস্ব চিত্র
west bengali police | newsfront.co
নিজস্ব চিত্র

জানাযায়, রবিবার রাতে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের শালকুমারহাটে আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন একটি জেসিবি নিয়ে তোর্ষা নদীর চড়ে আসে। রাতের অন্ধকারে জেসিবি দেখে সন্দেহ হয় গ্রামের মানুষের। স্থানীয় গ্রামবাসীরা জেসিবি এবং পুলিশের গাড়ি দেখে সমবেত ভাবে রুখে দাঁড়ায়।

west bengali police | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মুখ্যসচিবের সাথে বৈঠকে নবান্নে পৌঁছাল কেন্দ্রীয় প্রতিনিধি দল

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন কেনো চুপিসারে নদীর চরে তাকে কবর দিতে নিয়ে এসেছেন? রাতের অন্ধকারে জেসিবি দেখে সন্দেহ হয় গ্রামের মানুষের।এর পরেই পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ শুরু হয়।

উত্তেজিত জনতা পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷ কবর খোরার জন্য নিয়ে আসা জেসিপি গাড়িটিও ভাঙ্গচুর করে। ক্ষিপ্ত জনতা পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

জনতার আগুনে পুড়ে ছাই হয়ে যায় গাড়ি গুলো। উত্তেজিত জনতার সামনে পিছু হটে পুলিশ, প্রশাসন। এলাকায় চরম উত্তেজনা রয়েছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here