নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা ভাইরাসের দাপটে নাজেহাল গোটা বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছে কোভিড-১৯। যতদিন যাচ্ছে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ফলে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা মোকাবিলায় দেশজুড়ে প্রায় তিন মাস ধরে চলছে লকডাউন। এই মুহূর্তে চলছে পঞ্চম দফার লকডাউন। এই দফায় কিছু বিধিনিষেধ শিথিল করেছে সরকার।
আনলক-১ এ খুলে গিয়েছে ধর্মীয় স্থান, শপিং মল, রেস্তরাঁ। তবে সরকারি সমস্ত নিয়মবিধি মেনেই খুলেছে সবকিছু। দেশে সমস্ত ধর্মীয় স্থান খুলে যাওয়ায় প্রায়ই হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান। আর সেই কারণেই করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
আরও পড়ুনঃ বাংলায় লকডাউন ৩১ জুলাই পর্যন্ত, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখোভ বলেন, ‘যে সুযোগই ধরতে হোক না কেন, ভাইরাস ধরে নেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দেশগুলি এমন একটি জায়গায় থাকবে, যার ফলে দ্রুত সেই ঘটনা চিহ্নিত করতে পারবে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অপর এক বিশেষজ্ঞ মাইক রায়ান জানান, দক্ষিণ কোরিয়ায় যে নতুন ক্লাস্টারের খোঁজ পাওয়া গিয়েছে, তার সঙ্গে পানশালা, ছাউনি এবং বিনোদন পার্কের সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার দুপুর দুটো পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ২৭৩ হাজার ৭৭৩। মৃত্যু হয়েছে ৪৭৭,৮০৭ জনের। সর্বাধিক করোনা আক্রান্ত দেশের তালিকায় প্রথম চারে রয়েছে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ভারত। এর মধ্যে করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584