নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ঘিরনিগাঁও এলাকায় করোনা আক্রান্তদের গ্রামটিকে ‘কন্টেনমেন্ট জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পরই শুনশান গোটা এলাকা। শনিবার চোপড়ার দাসপাড়া ও ঘিরনিগাঁও এলাকার করোনায় আক্রান্ত ৪ জনের পরিবারের সদস্যদের লালারসের নমুনা সংগ্রহ করে সন্ধ্যায় তাদের চোপড়া কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে আসা হয়েছে।
অন্যদিকে, আক্রান্তদের রায়গঞ্জ কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে আক্রান্তদের এলাকায় পাশাপাশি দুটি গ্রামের মধ্যে পুলিশ পিকেটিং করে অবাধ যাতায়াত ঠেকাতে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। করোনা আতঙ্কে চোপড়ার ওই গ্রামের বেশিরভাগ জায়গাগুলি এদিন ছিল শুনশান।
আরও পড়ুনঃ ইসলামপুরে ৯ জনের করোনা পজিটিভ, দ্বিধায় প্রশাসন
অন্যদিকে ঘিরনিগাঁও ও মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক স্কুলে স্থানীয়দের তৎপরতায় কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হয়েছে। সেখানে পরিযায়ী শ্রমিকদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন স্থানীয়রাই। এলাকায় প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক প্রচার জারি রয়েছে। সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584