নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
করোনা আক্রান্তের বাড়িতে প্রতিবেশীরা চড়াও হয়ে ইঁট পাটকেল ছোড়ার অভিযোগ উঠল বহরমপুরে। শনিবার বহরমপুর থানার চুঁয়াপুর সুকান্তপল্লী এলাকায় করোনা আক্রান্তের বাড়িতে প্রতিবেশীরা ইঁট পাটকেল ছুড়েছে এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করোনা আক্রান্ত ব্যক্তির ছেলের।
তিনি জানিয়েছেন তার বাবার করোনা পজেটিভ ধরা পড়ার পরেই এলাকার লোকজন তাদের ওপরে মানসিক অত্যাচার শুরু করেছে। এদিন সকাল থেকেই বাড়ির আশেপাশের লোকজন তাদেরকে গালিগালাজ শুরু করেছে, বাড়িতে ইঁট ছুড়েছে এবং বাড়ির সামনে রাখা গাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টাও করেছে বলে জানিয়েছেন ওই করোনা আক্রান্ত ব্যক্তির ছেলে।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে প্রচুর পরিমাণ এলপিজি গ্যাসের সিলিন্ডার সহ ধৃত ১ ব্যবসায়ী
যদিও ঘটনাস্থলে পুলিশ এসে কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করোনা আক্রান্তের পরিবারের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584