বিদ্যুৎহীন ৩ ঘন্টা,রায়গঞ্জ হাসপাতালে ক্ষোভ

0
37

নিজস্ব সংবাদদাত, উত্তর দিনাজপুরঃ

যান্ত্রিক গোলযোগে বিদ্যুৎ না থাকায় রায়গঞ্জের কোভিড হাসপাতালের রোগীদের মধ্য ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। পরে অবশ্য বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়। শুক্রবার রাতে লোডশেডিংয়ের কারণে প্রায় ৩ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল  রায়গঞ্জের কোভিড হাসপাতাল ৷

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

এই নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন রায়গঞ্জের করোনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা। প্রায় ৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় উত্তেজনা ছড়ায় রোগীদের মধ্যে৷ অবশেষে ডাকা হয় বিদ্যুৎমিস্ত্রীকে ৷ তারপরই প্রায় ৩ ঘণ্টা পর বিদ্যুৎ ফেরে হাসপাতালে৷ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ লোডশেডিং হয়ে যায় ওই হাসপাতালে।

আরও পড়ুনঃ গড়বেতায় তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ,এলাকায় চাঞ্চল্য

বিদ্যুৎ পরিষেবা ফেরানোর জন্য কোনও বিকল্প ব্যবস্থা কাজ না করায় অন্ধকারে ডুবে যায় হাসপাতাল। ওই হাসপাতালের জেনারেটরও কাজ না করায় হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন চিকিৎসাধীন করোনায় আক্রান্ত রোগীরা। এরপর প্রায় ৩ ঘণ্টা বাদে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে দীর্ঘদিন ধরেই মাঝেমধ্যে ওই হাসপাতালে জেনারেটর বিকল হয়ে যায়। তবে গতকাল কী সমস্যা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “ওই করোনা হাসপাতালে কী হয়েছিল তা নিয়ে আমরা তদারকি করছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here