নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে মহারাষ্ট্র, তার পরেই স্থান গুজরাটের। হাসপাতালে বেড না থাকায় করোনা রোগীকে ফিরিয়ে দিতে হচ্ছে হাসপাতাল থেকে।
আমেদাবাদের এক সরকারি হাসপাতালে দেখা গেল এক ভয়াবহ দৃশ্য। হাসপাতালের বাইরে সারি দিয়ে করোনা রোগী নিয়ে অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বেড-এর অভাবে হাসপাতাল ভর্তি নিতে পারছে না। জানা গিয়েছে আমেদাবাদের ওই হাসপাতালে মোট ১,২০০ টি বেড রয়েছে, কিন্তু তা সত্বেও নতুন রোগী নেওয়া সম্ভব হচ্ছে না।
আরও পড়ুনঃ উদ্বেগজনক করোনা পরিস্থিতি! বাতিল দশম শ্রেণীর পরীক্ষা, স্থগিত রাখা হল দ্বাদশ শ্রেণীর পরীক্ষা
অ্যাম্বুল্যান্সের ভেতরেই ব্যবস্থা করতে হয়েছে অক্সিজেন সিলিন্ডারের।গুজরাটে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৩০ হাজারের বেশি। তার মধ্যে ৭ হাজার ১৬৫ জনই আমেদাবাদের। সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২১ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584