বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে করোনা পজিটিভ! ঝুঁকির মুখে ১০ লক্ষ শরনার্থী

0
141

সমর্পিতা বন্দোপাধ্যায়, ওয়েবডেস্কঃ

এবার বাংলাদেশের রোহিঙ্গা শরনার্থী শিবিরে মিলল করোনা পজিটিভ। বিবিসি প্রকাশিত খবর সূত্রে জানা গেছে, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দু’জন শরণার্থীকে আক্রান্ত হয়েছে এই মরণ ভাইরাসে। রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেলো।যেখানে প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা রয়েছে বলে সূত্রের খবর।

Rohinga camp | newsfront.co
আক্রান্ত এলাকা। ছবিঃবিবিসি

স্বাস্থ্য সমন্বয়ক ডা. তোয়াহা ভুঁইয়া জানিয়েছেন যে, ইতিমধ্যে ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং দু’জন করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।এখনো আরো রিপোর্ট আসার বাকি। আশঙ্কার কারন এই যে, আক্রান্ত দু’ জন অনেকের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গেছে। ওই ব্যাক্তিদের সংস্পর্শে আশা ছয়জনকে আলাদা করে রাখা হয়েছে বলেও জানান তিনি।

bangladesh | newsfront.co
১০ লক্ষ মানুষের বাস এই শিবিরে। ছবিঃ বিবিসি

অন্যদিকে আক্রান্ত দু’জনের একজনকে আন্তর্জাতিক সংস্থা মেডিসিন উইদাউট বর্ডারস এবং অন্যকে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার তত্ত্বাবধানে আইসোলেশনে রাখা হয়েছে। এই ভয়টা আগের থেকেই পেয়েছিলো বিশেষজ্ঞরা। রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা। ক্যাম্পে প্রচুর পরিমানে রোহিঙ্গাদের বসবাসের কারণেই এ উদ্বেগ তৈরি হয়েছিলো তাদের মধ্যে।যার ফলে ১৪ই মার্চ থেকে পুরোপুরি লকডাউন করে দিয়েছিলো বাংলাদেশ সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here