সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
এতদিন পূর্ব বর্ধমান জেলায় থাবা বসাতে পারেনি মারণ ভাইরাস। কিন্তু আর স্বস্তি নয়। জেলার খণ্ডঘোষে এক ব্যক্তির শরীরে মিলল নোভেল করোনা ভাইরাস। দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

তাঁর পরিবার এবং প্রতিবেশীদের ৩১ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রামকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। যদিও করোনা টেস্টের পজিটিভ রিপোর্ট আসার পর গ্রামবাসীদের একাংশের অভিযোগ স্বাস্থ্যকর্মীরা যেভাবে বিধিসম্মতভাবে থাকতে বলেছিলেন ব্যক্তিকে তা ঐ ব্যক্তি থাকেনি। বরং সারা গ্রাম ঘুরে বেরিয়েছেন।
গ্রামে কাদের সাথে তিনি মেলামেশা করেছেন তাও নজরে আনার চেষ্টা করছে প্রশাসন। জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, ‘এখানে একজন করোনা পজিটিভ। তাঁকে দুর্গাপুরের হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584