রাজ্যে আরও এক করোনা পজিটিভ, মোট আক্রান্তের সংখ্যা ২৭

0
53

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সাতদিন আগেই হাসপাতালে ভর্তি হলেও তিনি যে করোনা আক্রান্ত, তা বিন্দুমাত্র বুঝতে পারেননি চিকিৎসকরা। ৩০ মার্চ সোমবার আড়িয়াদহের প্রৌঢ়ের শারীরিক অবস্থার মাত্রাতিরিক্ত অবনতি দেখে তার লালারসের নমুনা নাইসেডে পাঠান চিকিৎসকরা। আর তার পরেই মঙ্গলবার তার রিপোর্ট আসে করোনা পজিটিভ। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েছেন তার এলাকার স্থানীয় বাসিন্দারাও। ৫৭ বছরের প্রৌঢ় বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

corona positive | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গেছে, এলাকায় তার একটি ফাস্টফুড অর্থাৎ রোল চাউমিনের দোকান আছে। ২৩ তারিখ জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন হাসপাতালে। হাসপাতালে মাঝে মাঝে ডায়ালিসিসও করা হত। ২৩ তারিখ হাসপাতালে ভর্তি হওয়ার সাতদিন পরে সোমবার তাঁর লালারসের নমুনা পাঠানোর পর রিপোর্ট পজিটিভ আসে।

জানা গিয়েছে, গত দুই মাসে বেলঘরিয়ার বাইরে কোথাও যাননি। কোথাও বাইরে না গিয়েও তবে কী করে সংক্রামিত হলেন এই প্রৌঢ়? সেটাই ভাবাচ্ছে সকলকে। বাইরের কোন রাজ্য থেকে কেউ প্রৌঢ়ের বাড়িতে এসেছিলেন কি না, তার খোঁজ শুরু করা হয়েছে।

যে বেসরকারি হাসপাতালে প্রৌঢ় ভর্তি, সেই হাসপাতালের দু’জন চিকিৎসক, নার্স ও কয়েকজন স্বাস্থ্যকর্মীকে হাসপাতালেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত প্রৌঢ়র পরিবারের সদস্যদেরও হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here