শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতা:
ফের আইসিইউ চিকিৎসাধীন ৮০ বছরের এক রোগীর রিপোর্ট এল করোনা পজিটিভ। এরপরেই রবিবার আতঙ্ক ছড়িয়ে পড়ল হাসপাতাল চত্বরে। রিপোর্ট আসার পরই এম আর বাঙুরে রোগীকে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে এই ঘটনা সামনে আসার পরেই হোম আইসোলেশনে পাঠানো হয়েছে ওই রোগীর সংস্পর্শে আসা নার্সিংহোমের ৩ চিকিৎসক, ২ নার্স-সহ ৮ জনকে। সিল করে দেওয়া হয়েছে নার্সিংহোমের আইসিইউ।
নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, ওই রোগীর করোনা উপসর্গ তারা বুঝতে পারেননি। শনিবার রাতে অ্যাপোলো হাসপাতালের তরফে রিপোর্ট এলে তার করোনা পজিটিভ জানা যায়। কী ভাবে ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, রাজ্যে কয়েক জনের নতুন করোনা আক্রান্তের কথা স্বীকার করলেও সরকারি ভাবে এ দিন এই নিয়ে কোনও তথ্য রাজ্য স্বাস্থ্য দফতর বা নবান্ন থেকে জানানো হয়নি। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, গত ২৪ ঘন্টায় এ রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮ জন।
ফলে এ রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪ জনে। এর মধ্যে আরও নতুন ৩ জন সুস্থ হওয়ায় সুস্থ হওয়ার সংখ্যা ১৯ জন। মৃত্যু সংখ্যা অবশ্য ৫ এর বেশি বাড়েনি। তাই এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন। এমনটাই দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রক। মৃতের সংখ্যা রাজ্য ও কেন্দ্রের পরিসংখ্যানে একই রয়েছে।
বাংলায় করোনাভাইরাসে কতজন আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যাই বা কত তা নিয়ে গোড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিরোধী শিবিরের অনেকের অভিযোগ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান জানাচ্ছে, তার সঙ্গে রাজ্যের পরিসংখ্যানের ফারাক হচ্ছে।
তাঁদের এও অভিযোগ, মৃত ও আক্রান্তের প্রকৃত সংখ্যা গোপন করছে। এবং এই সেই কারণেই এখন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ল্যাবরেটরি নাইসেডে বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে না। যদিও এই অভিযোগ নস্যাৎ করেছেন মুখ্যমন্ত্রী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584